সর্বশেষ

“যো… থেকে যেন একটা আস্ত কাঁঠাল বেরিয়ে আসছে”, শ্রীলেখার পোস্টে মন্তব্যের ঝড়

টলিপাড়ার এক অন্যতম পরিচিত মুখ হল শ্রীলেখা মিত্র (Srilekha Mitra)। যিনি প্রায়ই সোশ্যাল মিডিয়ার লাইম লাইটে উঠে আসেন তাঁর বিভিন্ন পোস্টের কারণে। বিভিন্ন পোস্টের কারণে সমালোচনার সম্মুখীনও হন তিনি।




তবে তাঁকে নিয়ে সমালোচনা করলেও তিনি সমালোচকদের কোনো বিষয়ই কান দেননা। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই অভিনেত্রী এক অন্যরকম ছবি পোস্ট করে তাঁর নিজের ব্যক্তিগত কিছু কথা তুলে ধরলেন সেই ছবিতে।

অভিনেত্রী শ্রীলেখা তাঁর অভিনয় দক্ষতা দেখিয়ে দর্শকদের কাছে বেশ ভালই পরিচিত। তবে বর্তমানে টলিপাড়ায় সেরকম দেখা যায় না শ্রীলেখাকে। তবে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তিনি তাঁর নানারকম পোস্ট করেন। সম্প্রতি এক কলার ছবি দেখিয়ে এক মজার ক্যাপশন লিখেছিলেন শ্রীলেখা। আর সেই নিয়েই সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে উঠেছিলেন তিনি।




তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি তাঁর মেয়ের সাথে ছবি পোস্ট করে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। যদিও তাঁর মেয়ে ঐশী সোশ্যাল মিডিয়ার সামনে বা ক্যামেরার সামনে আসতে পছন্দ করেন না।

তবে সম্প্রতি এই মেয়ের ১৭ বছরের জন্মদিন উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় মেয়ের সাথে ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন তাঁর ডেলিভেরি হওয়ার অনুভূতি। তিনি জানিয়েছেন, যখন তাঁর মেয়ে ঐশী নরমালে তাঁর যো… থেকে বেরিয়ে আসছিল তখন তার মনে হয়েছে যো… থেকে যেন একটা আস্ত কাঁঠাল বেরিয়ে আসছে।




এছাড়া সেই ডেলিভেরি হওয়ার পরবর্তী সময় নিয়েও তিনি জানিয়েছেন প্রসব হওয়ার পর এক নিমেষেই যেন প্রসব যন্ত্রণা কোথায় উধাও হয়ে গিয়েছিল। এইসব লিখে মেয়েকে আশীর্বাদ করে বলেছেন, “হ্যাপি বার্থডে মাইয়া।

জীবনে ওর চলার পথে যাই আসুক না কেন, ও যেন ভালো মানুষ হয়ে থাকতে পারে। আমিন।” বর্তমানে শ্রীলেখার সংসার জীবন কাটছে মেয়ে ঐশীকে নিয়েই। স্বামী শিলাদিত্য সান্যাল-এর সাথে বিচ্ছেদ হওয়ার পর তাঁর কাছে প্রধান লক্ষ্য হয়ে উঠেছে তাঁর মেয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *