বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ষষ্ঠ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করেছে খুলনা টাইগার্স।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৫ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন শারজিল খান। দলীয় ১২ রানের মাথায় ৬ রান করে প্যাভিলিয়নে ফেলেন হাসিবুর রহমান।
দ্রুতই দুই উইকেট হারিয়ে চাপে পড়লেও আজম খানকে সাথে নিয়ে ৬২ বলে ৯২ রানের পার্টনারশিপ গড়ে তোলেন তামিম ইকবাল।
তামিম ইকবাল দেখে শুনে খেললেও অন্য প্রান্ত থেকে রান তুলছিলেন আজম খান। ৩৭ বলে পাঁচটি চার এবং একটি ছক্কা সাহায্যে ৪০ রান করে প্যাভিলিয়নে ফেরেন তামিম ইকবাল তবে অন্য প্রান্ত থেকে ৩৫ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন আজম খান। অধিনায়ক ইয়াসির আলী ১ রান করে আউট হলেও ব্যাট হাতে একাই লড়াই করছিলেন আজম খান।
তুলে নিয়েছেন এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি। সেই সাথে টি-টোয়েন্টি ক্রিকেট ক্যারিয়ারের নিজের প্রথম সেঞ্চুরি ও তুলে নিয়েছেন তিনি। ৫৮ বলে ৯টি চার এবং ৮টি ছক্কায় ১০৯ রান করেন অপরাজিত থাকেন আজম খান।
খুলনা টাইগার্স : তামিম ইকবাল, শারজিল খান, হাবিবুর রহমান, আজম খান, ইয়াসির আলী রাব্বি (অধিনায়ক), সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ, পল ফন মিকেরেন, ওয়াহাব রিয়াজ।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : শুভাগাত হোম (অধিনায়ক), ইরফান শুকুর, আফিফ হোসেন, ম্যাক্স ও দাউদ, উসমান খান, উন্মুক্ত চাঁদ, বিজয়কান্ত বিশ্বকান্থ, মৃত্যুঞ্জয় চৌধুরী, আবু জায়েদ রাহী, মেহেদী হাসান রানা এবং জিয়াউর রহমান।