বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবারো বিতর্ক ছড়ালো। আনামুল হক বিজয়ের এলবিডব্লিউ আউট নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। রংপুরের দেওয়া ১৫৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালোই খেলছিলেন ওপেন এনামুল হক বিজয়।
তবে ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে এলবিডব্লিউ জোরালো আবেদন করেন সেকেন্দার রাজা। সেই আবেদনে অবশ্য প্রথমে সাড়া দিনই মাঠে আম্পায়ার। কিন্তু রিভিউ নেয় রংপুর রাইডার্স।
রিভিউতে দেখা যায় বলটি মিডিল স্টাম থেকে ঘুরে লেগ স্টাম্পে আঘাত হেনেছে। যেহেতু পূর্ণাঙ্গ ডিআরএস নেই তাই সিদ্ধান্তটি আম্পেয়ার্স কল হওয়া উচিত। এমনকি চোখে দেখাও দেখা যাচ্ছে বলটি লেগ স্টাম্পের বাইরে আঘাত হানবে। সেই হিসাবে সিদ্ধান্তটি আম্পেয়ার্স কল হবে।
এবং সিদ্ধান্ত হবে নট আউট। কিন্তু টিভি অ্যাম্পিয়ার এটিকে আউট হিসাবে গণ্য করেছেন। এরপর মাঠেই রেগে যান এনামুল হক বিজয়। আম্পায়ারদের সাথে তুমুল তর্ক হয় তার। রেগে মাঠ ছেড়েছেন তিনি। ১১ বলে একটি চার এবং একটি ছক্কার সাহায্যে ১৫ রান করেছেন বিজয়।