সর্বশেষ

মেহেদি হাসান মিরাজের অলরাউন্ড পারফরমেন্সে প্রথম জয়ের দেখা পেল বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম ম্যাচে আজ মিরপুরে প্রথম জয় তুলে নিয়েছে ফরচুন বরিশাল। রংপুরের বিপক্ষে ছয় উইকেটে জয়লাভ করেছে সাকিব আল হাসানের দল। ফরচুন বরিশালের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে রংপুর। জবাবে ৪ বল হাতে রেখেই ছয় উইকেটে জয়লাভ করে বরিশাল।




টসে হেরে ব্যাট করতে নেমে সাকিব আল হাসানের ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাকে প্যাভিলিয়নে ফেলেন মোহাম্মদ নাঈম। এরপর ৬ রান করে প্যাভিলিয়নে ফেলেন শেখ মেহেদী হাসান। ২ রান করে প্যাভিলিয়নে ফেরেন সিকান্দার রাজা। তবে প্রথম ম্যাচের মত এই ম্যাচেও একাই রান করছিলেন রনি তালুকদার। ২৮ বলে পাঁচটি চার এবং একটি ছক্কার সাহায্যে ৪০ রান করে প্যাভিলিয়নে ফেলেন তিনিও।




শেষের দিকেও একমাত্র শোহেব মালিক ছাড়া উইকেটে টিকে থাকতে পারেনি আর কোন ব্যাটসম্যান। অধিনায়ক নুরুল হাসান সোহান ১২ বলে দুটি বাউন্ডারি সাহায্য করেন ১২ রান গান। রংপুরের শেষ স্বীকৃত ব্যাটসম্যান বেনি হাওয়েল করেন মাত্র ৫ রান। তবে খেলা দেখিয়েছেন শোহেব মালেক।

৩৬ বলে পাঁচটি চার এবং দুটি ছক্কার সাহায্যে ৫৪ রান করে অপরাজিত থাকেন তিনি। মেহেদী হাসান মিরাজ ২১ রানের বিনিময়ে নেন দুটি উইকেট। চতুরঙ্গ ডি সিলভা ৩০ রানে নেন দুটি। এছাড়াও একটি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান, এবাদত হোসেন, করিম জান্নাত।




জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারের প্যাভিলিয়নে ফেরেন চতুরঙ্গ ডি সিলভা। বেশি সময় টিকতে পারেননি আরেক ওপেনার এনামুল হক বিজয়। ১১ বলে একটি চার এবং একটি ছক্কার সাহায্যে ১৫ রান করেছেন তিনি। তবে তার আউট নিয়ে শুরু হয়েছে নানা তর্ক। দ্রুতই দুই উইকেট হারিয়ে চাপে পড়লেও ৫৮ বলে ৮৪ রানের পার্টনারশিপ গড়ে তোলেন মেহেদী হাসান মিরাজ এবং ইব্রাহিম জাদরান।

দলীয় ১০২ রানের মাথায় ২৯ বলে পাঁচটি বাউন্ডারিতে ৪৩ রান করে প্যাভিলিয়নের মেহেদী হাসান মিরাজ। তবে অন্য প্রান্ত থেকে হাফ সেঞ্চুরি তুলে নেন ইব্রাহিম জাদরান। ৪১ বলে পাঁচটি চার এবং দুটি ছক্কার সাহায্যে ৫২ রান করে প্যাভিলিয়নে ফেলেন তিনি। তবে শেষটা দারুন করেছেন করিম জান্নাত এবং ইফতেখার আহমেদ। ১৪ বলে ২টি চার এবং একটি ছক্কার সাহায্যে ২১ রান করে অপরাজিত থাকেন করিম জান্নাত। এছাড়াও ১৮ বলে ২৫ রান করে অপরাজিত থাকেন ইফতেখার আহমেদ।




বরিশাল একাদশ : চতুরঙ্গ ডি সিলভা, এনামুল হক, ইফতিখার আহমেদ, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ, ইব্রাহিম জাদরান, মেহেদি হাসান মিরাজ, করিম জানাত, কামরুল ইসলাম রাব্বি, এবাদত হোসেন, খালেদ আহমেদ।

রংপুর একাদশ : মোহাম্মদ নাইম শেখ, রনি তালুকদার, শোয়েব মালিক, সিকান্দার রাজা, নুরুল হাসান সোহান (অধিনায়ক), বেনি হাওয়েল, শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ, রবিউল হক, রাকিবুল হাসান, আজমতউল্লাহ ওমরজাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *