বিপিএলের টানা চতুর্থ জয় তুলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে প্রথম পর্বে সব কয়টি ম্যাচে জয়লাভ করেছে তারা। যেখানে আজ ঢাকা ডমিনেটর্সকে ৬২ রানে হারিয়েছে সিলেট স্টাইকার্স। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে সিলেট স্ট্রাইকার্স।
যেভাবে ১৯.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে ঢাকা ডমিনেটর্স। আগে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারের শেষ বলেই মোহাম্মদ হারিসকে (৬) হারায় সিলেট। এরপর নাজমুল হোসেন শান্তর সঙ্গে দারুণ জুটি গড়েন তৌহিদ হৃদয়। ৫৭ বলে ৮৮ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন এই দুই ব্যাটার।
ঝড়ো ব্যাট করতে থাকা শান্ত ৩৬ বলে পূর্ণ করেন অর্ধশতক। কিছুক্ষণ পরেই উইকেটের পেছনে খেলতে গিয়ে শেহজাদের হাতে ক্যাচ তুলে ৫৭ রানে বিদায় নেন তিনি। শান্ত বিদায় নিলেও লড়াই করতে থাকেন হৃদয়। ৩২ বলে পূর্ণ করে অর্ধশতক। তাকে সঙ্গ দিতে এসে একে একে বিদায় নেন জাকির হাসান (১০), মুশফিকুর রহিম (৬), থিসারা পেরেরা (১১) ও ইমাদ ওয়াসিম (১)। দারুণ ব্যাট করতে থাকা হৃদয়ের ইনিংস থামে ৮৪ রানে।
আল আমিনের বলে উইকেট হারানোর আগে ৪৬ বলে তিনি এই ইনিংস সাজান ৫ ছক্কা ও ৫ চারে। শেষদিকে আকবর আলীর ৬ ও মাশরাফির অপরাজিত ৭ রানে বড় সংগ্রহ পায় সিলেট। ঢাকা ডমিনেটর্সের হয়ে ৪ ওভারে ৪৫ রান খরচায় ৩ উইকেট তুলে নেন আল আমিন। জোড়া উইকেট পান তাসকিন আহমেদ। একটি করে উইকেট শিকার করেন আরিফুল হক ও আরাফাত সানি।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা। প্রথম ওভারেই উইকেট তুলে নেন মাশরাফি বিন মুর্তজা। শূন্য রানে আহমেদ সেজাদকে প্যাভিলিয়নে ফেরান তিনি। এরপর ১২ রান করা দিলশান মুনাভিরাকে আউট করেন মোহাম্মদ আমির এবং ৬ রান করা সৌম্য সরকারকে প্যাভিলিয়নের ফেরান মাশরাফি বিন মুর্তজা। তবে এরপর অধিনায়ক নাসির হোসেন এবং মুহাম্মদ মিঠুনের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ঢাকা।
২৮ বলে তিনটি চার এবং দুটি ছক্কা হাকিয়ে ৪২ রান করে মোহাম্মদ মিঠুন আউট হলেই ছন্দপতন হয় ঢাকা ডমিনেটর্সের। দলের হয়ে সর্বোচ্চ ৩৪ বলে পাঁচটি চার এবং একটি ছক্কা হাঁকিয়ে ৪৪ রান করেন নাসির হোসেন। সিলেটের হয়ে ইমাদ ওয়াসিম ২৪ রানে দুইটি মাশরাফি বিন মোর্তজা ১৪ রানে দুইটি মোঃ আমির ১৯ রানে দুইটি এবং একটি করে উইকেট নিয়েছেন রেজাউর রহমান রাজা ও থিসারা পেরেরা।
সিলেট স্ট্রাইকার্স একাদশ : মোহাম্মদ হারিস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, জাকির হাসান, মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, আকবর আলি, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, রেজাউর রহমান রাজা।
ঢাকা ডমিনেটর্স : দিলশান মুনাভিরা, আহমেদ শেহজাদ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন (অধিনায়ক), উসমান ঘানি, আরিফুল হক, মুক্তার আলি, আরাফাত সানি, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন।