সর্বশেষ

এবার নতুন ঘোষণা দিলেন পরীমণি

রোববার (৮ জানুয়ারি) রাতে ফেসবুকে নির্মাতা রায়হান জুয়েলের সঙ্গে একটি ছবি পোস্ট করেন পরীমণি। ক্যাপশনে লিখেছেন, ‘চলো বদলে যাই।’ নিচে ইংরেজিতে লেখেন, ‘আওয়ার নেক্সট।’




মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমণি অভিনীত সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। আপাতত সিনেমাটির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নায়িকা। ইতোমধ্যে নতুন সিনেমার ঘোষণা দিলেন তিনি।




সিনেমার নাম ‘চলো বদলে যাই’। নির্মাতা রায়হান জুয়েল নতুন সিনেমার বিষয়টি নিশ্চিত করে একটি গণমাধ্যমকে বলেন, এই সিনেমার (চলো বদলে যাই) গল্প ভাবার সময় পরীকেই ভেবে রেখেছিলাম। তাকে গল্পটা শোনানোর পর, সে (পরী) খুব পছন্দ করেছে। গল্পটা নিয়ে সে বেশ এক্সসাইটেড।




গল্প শোনেই পরী বলল, ‘চলেন, সিনেমার নাম ঘোষণা দিয়ে দেই।’ তিনি আরও বলেন, ‘এখনও গল্পটার ফাইনাল লাইনআপ করছি। এটি থ্রিল, রোমাঞ্চ ও অ্যাকশনধর্মী একটি কমার্শিয়াল সিনেমা হবে।’ নতুন এই সিনেমায় কে কে থাকছেন—সে প্রসঙ্গে নির্মাতা জানিয়েছেন, ‘এখনও কাউকে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ করা হয়নি।

আমাদের আরও কিছু কাজ বাকি আছে। আশা করছি, আগামী ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে সব ঘোষণা দিতে পারব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *