কৌশিক পোল্ল্যে: সৌন্দর্য ধরে রাখতে পারার একটি মোক্ষম দাওয়াই হল শরীরচর্চা, এর মাধ্যমে শরীর যেমন ফিট থাকে তেমনই মানসিক স্বাস্থ্যও সুন্দরভাবে বজায় থাকে, তাই বর্তমান দিনের তারকারাও সারাদিনের ফাঁকে সময় করে নিয়মিত জিমে যান।
প্রায়শই তাদের ওয়ার্কআউট ভিডিও শরগোল ফেলে দেয় নেটদুনিয়ায়। সেরকমই একটি ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।
কঠোর শরীরচর্চা করে জিমে ঘাম ঝরাচ্ছেন তিনি। ভাইরাল হল এই ভিডিয়োটি, যেখানে দেখা যাচ্ছে কনুইয়েক উপর ভর করে মেঝেতে শুয়ে পুরো শরীরের ভার দিব্যি ধরে রেখেছেন তিনি। জিম আউটফিটে এই অভিনেত্রীর হট লুক ইতিমধ্যেই সাড়া ফেলেছে তার উপর এই ভিডিও যেন পূর্নিমার চাঁদ।
শরীরচর্চার উষ্ণ ভিডিয়োতেই সরগরম হল সোশ্যাল মিডিয়া। নব্বইয়ের দশকে বহু ছবিতে জমিয়ে কাজ করার পর মাঝে বেশ কিছুবছর বিরতি নিয়ে ব্যক্তিগত জীবনে সময় কাটান তিনি।
এরপরে ‘ভূতের ভবিষ্যত’ দিয়ে নতুন করে অভিনয়ের ইনিংস শুরু করেন। তার অভিনয় নিয়ে নতুন করে কিছুই বলার নেই। আজও নিজবলে বহু ছবিতে কাজ করে চলেছেন। সদ্যই নিজের নামে একটি ইউটিউব চ্যানেলও তৈরি করেছেন ফলে ডিজিটাল মাধ্যমেও সক্রিয় হবে তার কাজ একথা আশা করাই যায়।
এছাড়া জি বাংলা অরিজিনালস নিবেদিত বহু টেলিফিল্মে নজর কেড়েছেন তিনি। তাকে শেষ দেখা গিয়েছে ‘সৌদামিনীর শাড়ি’ নামক ছবিতে। শ্রীলেখার ওয়ার্কআউট ভিডিওটি দেখতে ইচ্ছে করছে? অবশ্যই নীচে দেওয়া রইল, শুধুমাত্র আপনার জন্য।