সর্বশেষ

টি-২০ ক্রিকেটে এক ভেন্যুতে সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিক

স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে নির্দিষ্ট একটি ভেন্যুতে রান সংগ্রাহকের তালিকায় শীর্ষস্থান দখলে নিলেন মিঃ ডিপেন্ডেবল মুশফিকুর রহিম।




বাংলাদেশের হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৭৮৬ রান সংগ্রহের মাধ্যমে পেছনে ফেলেছেন ভারতের তারকা ক্রিকেটার ভিরাট কোহলিকে।

মিরপুরে এখন পর্যন্ত ১২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন মুশফিক যেখানে রান করেছেন ২৭৮৬। ২য় অবস্থানে থাকা ভিরাট কোহলি ভারতের ব্যাঙ্গালোরুতে অবস্থিত এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে মাত্র ৮৯ ম্যাচে ২৭৬২ রান সংগ্রহ করেন।




ইংল্যান্ডের ব্যাটার এলেক্স হেলস ইংল্যান্ডের ট্রেন্ট ব্রিজ স্টেডিয়ামে ৯০ ম্যাচে ২৭৪৯ রান সংগ্রহের মাধ্যমে ৩য় অবস্থানে রয়েছেন।

এছাড়া এই তালিকায় ৪র্থ স্থানে রয়েছেন আরেক বাংলাদেশী মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি মিরপুরে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৩২ ম্যাচে ২৭২৩ রান সংগ্রহ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *