সর্বশেষ

বিসিবির শীর্ষ কর্তাদের নিয়ে হঠাৎ জরুরি বৈঠক পাপন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরের ঢাকার প্রথম পর্ব শেষে দলগুলোর অবস্থান এখন চট্টগ্রামে। বন্দর নাগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার (১৩ জানুয়ারি) থেকে শুরু হবে চট্টগ্রামপর্ব।




অংশগ্রহণকারী দলগুলো চট্টগ্রামে থাকলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ কর্তারা এখন ঢাকায়। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তাদের নিয়ে বসেছেন জরুরি বৈঠকে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাজধানীর ওয়েস্টিন হোটেলে হঠাৎ করেই বৈঠকে বসেন তারা। এসময় বিসিবি বস পাপনের সঙ্গে উপস্থিত রয়েছেন প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন, পরিচালক জালাল ইউনুস, খালেদ মাহমুদ সুজন, ইসমাইল হায়দার মল্লিকসহ শীর্ষ কর্তারা।




দুপুর ১টা নাগাদ পাপন সেখানে উপস্থিত হয়েছেন বলে জানা গেছে। চট্টগ্রামে বিপিএল রেখে সবাই হঠাৎ রাজধানী ঢাকার একটি হোটেলে সমবেত কেন? এনিয়ে চলছে গুঞ্জন, প্রাণচাঞ্চল্য।

তবে কি কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হঠাৎ গোপন বৈঠকে বিসিবি শীর্ষ কর্তারা? ধারণা করা হচ্ছে হেড কোচ নিয়েই কথাবার্তা চলছে। গুঞ্জন রয়েছে সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে আবার হেড কোচ হিসেবে পেতে আগ্রহী বিসিবি। তার সাথে কথাবার্তা অনেকদূর এগিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *