সর্বশেষ

বিপিএলে খেলতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে যোগ দিলেন হাসান আলী

দুবাইয়ের আইলটি-২০ লিগ খেলতে বিপিএল ছেড়ে গেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তিন বিদেশি ক্রিকেটার মোহাম্মদ নবী, ফজল হক ফারুকী ও ডেভিড মালান। তাদের বিদায়ে এবারের আসরে কিছুটা পিছিয়ে পড়েছিল বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।




তবে ঢাকা পর্ব শেষে চট্টগ্রাম পর্ব শুরু হওয়ার আগেই দল গুছিয়ে ফেলেছে কুমিল্লা ফ্রাঞ্চাইজি। একদিন আগে চট্টগ্রামে কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিবিরে যোগ দিয়েছিলেন পাকিস্তানি লেগস্পিনার আবরার আহমেদ ও ক্যারিবীয় ব্যাটার চ্যাডউইক ওয়ালটন।




আর গতকাল বৃহস্পতিবার (১২ জানুয়ারি) চট্টগ্রামে দলের সাথে এক হলেন পাকিস্তানি পেসার বোলার হাসান আলী ও ক্যারিবিয়ান ব্যাটার জনসন চার্লস।

শুক্রবার (১৩ জানুয়ারি) সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় পর্বের খেলা। এদিন দুটি খেলা থাকলেও মাঠে নামছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে পরদিন ১৪ জানুয়ারি দুপুর দেড়টায় ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে কুমিল্লা।




প্রসঙ্গত, এবারের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্রাঞ্চাইজি ঢাকা পর্ব শেষে দুই ম্যাচ খেলেও এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি দলটি। ফলে পয়েন্ট তালিকার একদম তলানিতে রয়েছে তারা। চট্টগ্রামে ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে মোহাম্মদ সালাউদ্দিনের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *