যত দিন যাচ্ছে তত মানুষের জীবনের সাথে আরো বেশি করে জড়িয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। বর্তমানে আট থেকে আশি প্রতিটি মানুষই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। আর সোশ্যাল মিডিয়ার একটি জনপ্রিয় টপিক হলো ভাইরাল ভিডিও। যেখানে মানুষ থেকে শুরু করে পশু-পাখিদের বিভিন্ন রকম কান্ডকলাপ হামেশাই ভাইরাল হয়ে চলেছে।
বিশেষ করে সাপেদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে জনপ্রিয়। সাপ নামটি শুনলে প্রতিটি মানুষেরই মনে ভীতের সঞ্চার হলেও সোশ্যাল মিডিয়ায় সাপেদের ভিডিও মানুষ বেশ আনন্দের সহিতই উপভোগ করে। সাপেদের যতোই নিরীহ প্রাণীর তকমা দেওয়া হোক না কেন সাপ কখনো কাউকে বাগে পেলে ছোবল মারতে ছাড়ে না। তাই প্রতিটি মানুষই সাপেদের থেকে দুরত্ব বজায় রেখে চলতেই পছন্দ করেন।
আর সাপেদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ও বিষধর প্রজাতির একটি সাপ হলো কোবরা। তাই কোবরা সাপের ভিডিও দেখলেও মানুষ ভীষণ ভয় পায়। কিন্তু সোশ্যাল মিডিয়া ঘাটতে ঘাটতে মাঝে মাঝেই এই ধরনের ভিডিও চোখের সামনে চলে আসে। সম্প্রতি সেরকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল।
সাপেদের প্রজাতির মধ্যে একটি অত্যন্ত ভয়ংকর প্রজাতির সাপ হলো পাইথন। এই সাপ যেকোনো মানুষকেই নিমেষে গিলে খেতে পারে। সম্প্রতি ভাইরাল হওয়ার ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি পাইথন সাপ একটি বনের মধ্যে ঘোরাফেরা করছে। অর্থাৎ সে নিজের শিকার করতে বেরিয়েছে তা ভিডিওটি দেখেই বোঝা যাচ্ছে।
এরপর দেখা যায় তাঁর পেছন থেকে আসে একটি বড় ইন্ডিগো সাপ। বেশ কিছুক্ষণ ধরে ওই ইন্ডিগো সাপটি পাইথনকে লক্ষ্য করছিল। এরপর পাইথনের কাছে আসার সাথে সাথেই পাইথনটির মাথায় কামড় দিয়ে পেঁচিয়ে ধরে ইন্ডিগো সাপটি। পাইথনটি বেশ কিছুক্ষণ চেষ্টা করেও নিজেকে ইন্ডিগোর হাত থেকে বাঁচাতে অক্ষম হয়। এরপর এক সময় আস্ত পাইথনটিকে গিলে খায় ইন্ডিগো সাপটি।
‘ojatro’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে প্রায় ৮ বছর আগে এই হাড়হিম করা সাপেদের ভিডিওটি আপলোড করা হয়। যার ভিউজ বর্তমানে প্রায় তিন কোটির কাছাকাছি পৌঁছে গিয়েছে।
এছাড়াও লাইকের বন্যা বয়ে গিয়েছে ভিডিওটি জুড়ে। তার পাশাপাশি পাল্লা দিয়ে পরেছে কমেন্ট। আর ভিডিওটি দেখে প্রত্যেকেই মন্তব্য করেছেন যে ভিডিওটি অত্যাধিক ভয়ংকর। শুধু তাই নয় তারা যে ভিডিওটি প্রথমবার দেখেছেন তাও অনেকে বর্ণনা করেছেন।