সর্বশেষ

বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তামিম ইকবাল

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবাল।




সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ৪০তম ব‌্যাটসম‌্যান হিসেবে ৭ হাজার রান ছুঁয়েছেন তামিম। ২৪৩ ইনিংসে তামিম এই মাইলফলকে পৌঁছেছেন। দ্রুততম হিসেবে আছেন নবম স্থানে। ৫ রানে পিছিয়ে থেকে চট্টগ্রাম চ‌্যালেঞ্জার্সের দেওয়া ১৫৮ রানে লক্ষ‌্য তাড়ায় ব‌্যাটিংয়ে নেমেছিলেন খুলনা টাইগার্সের ওপেনার।




চতুর্থ ওভারে ফরহাদ রেজাকে ব‌্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মেরে ৭ হাজার রান পেরিয়ে যান তামিম। ৩৭ বলে ৪৪ রান করেন খুলনা টাইগার্সের ওপেনার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। ২০১৬ টি-টোয়েন্টিতে ওমানের বিপক্ষে পেয়েছিলেন সেই সেঞ্চুরি। এ ফরম‌্যাটে তার মোট সেঞ্চুরি ৪টি। এছাড়া ফিফটি আছে ৪৫টি।




যার ৭টি কেবল আন্তর্জাতিক মঞ্চে। গত বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলা তামিম ৭৮ ম‌্যাচে করেছেন ১৭৫৮ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *