সর্বশেষ

খোলামেলা পোশাকে হট পোজ দিতে গিয়ে উপস মোমেন্টের শিকার অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, ভাইরাল ভিডিও

অভিনেত্রী দীপিকা পাড়ুকোন তাঁর ডেবিউ হলিউড মুভি “Xxx Return of xander cage” এর প্রিমিয়ার গিয়ে পোশাকের জন্যে অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন। টলিউড থেকে বলিউড সমস্ত বিনোদন ইন্ডাস্ট্রিতে অভিনয়ের পাশাপাশি এখন ফ্যাশনকেই বেশি গুরুত্ব দেওয়া হয়।




সেলিব্রিটিদের পোশাকে সবসময়ই লেগে থাকে নামদামি বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানীর তকমা। স্যালন স্পা থেকে শুরু করে কোন পোশাকের সঙ্গে কি কি এক্সাসরিস নেবেন তাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এসব করতে গিয়েই কখনও কখনও সেলেবরা পড়ে যান সাংঘাতিক বিপাকে। বিশেষ করে তাঁদের সারাক্ষণ ফ্যাশনেবল সাজে মুড়িয়ে রাখতে হয়। এই কারণেই প্রায়শই অভিনেত্রীদের পোশাক বিপাকে পড়তে হয়।

বলিউডের “ড্রিমগার্ল” তিনি! আবার চলতি মাসেই তিনি সেরা ১০ বিশ্ব সুন্দরীর মধ্যে একজনের স্বীকৃতি পেয়েছেন। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে প্রায় কয়েক বছর অতিক্রম করে গেলেন তিনি। কিন্তু অল্প কিছুবছরেই বিশ্বমানে নিজের নাম লিখিয়েছেন দীপিকা। অভিনয় ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক স্তরে অতিথি হিসেবে তাঁর ডাক পড়ে।




সুতরাং অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছুই নেই। হ্যাঁ, এতক্ষণ দীপিকা পাড়ুকোনের বিষয়েই আলোচনা করা হচ্ছিল। অভিনয়ের পাশাপাশি তাঁর ফ্যাশন সেন্সও নজরকাড়া।

স্টাইল, সৌন্দর্য সবকিছু দিয়েই তিনি তাবড় তাবড় হলিউড অভিনেত্রীদের টেক্কা দেন। তবে এই স্টাইল স্টেটমেন্টই তাঁকে বহুবার বিপাকে ফেলে দিয়েছে। একবার অভিনেত্রীর তাঁর ডেবিউ হলিউড মুভি “Xxx Return of xander cage” এর প্রিমিয়ার গিয়ে পোশাকের জন্যে অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন।




এমনকি মুভি প্রিমিয়ারে দীপিকা পোশাকের কারণে “উপস মোমেন্টে” ক্যামেরাবন্দি হয়েছিলেন। তা নিয়ে কম কটাক্ষও শুনতে হয় নি তাঁকে সাইবারবাসীদের থেকে। এদিন মুভি প্রিমিয়ারে তিনি গোল্ডেন বর্ণের একটি সিকোয়েন্স গাউনে নিজেকে সমৃদ্ধ করেছিলেন।

স্বভাবতই ওয়েস্টার্ন পোশাকে অভিনেত্রীকে অসাধারণ সুন্দরী দেখাচ্ছিল। কিন্তু তাঁর চোখেমুখে অস্বস্তিও প্রকাশ পেয়েছিল। তাঁর পোশাকের স্টাইলটা ছিল পিছন থেকে ব্যাকলেস এবং সামনে থেকে ডিপ নেক। হয়তো কোনো কারণে তাঁর পোশাকে কোনো টান পড়ায় তিনি অস্বস্তি বোধ করেন।

আসলে অভিনেত্রীর পোশাকের নেকলাইন এতটাই ডিপ ছিল যে অভিনেত্রীর স্তনযুগল ক্যামেরায় ফুটে উঠেছিল। বারংবার,পোশাক ঠিক করতে দেখা যায় তাঁকে। বহু বছর পূর্বের দীপিকার এই অস্বস্তিকর মুহূর্তের ভিডিওটি ফের নতুন করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পর্দায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *