সর্বশেষ

আমার এ নিয়ে কোনো রাগ, ক্ষোভ, কিছুই নেই। কেবল বাংলাদেশের ক্রিকেটের প্রতি ভালোবাসা আছে : মাশরাফি

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে ধরা হয় মাশরাফি বিন মুর্তজাকে। এখন পর্যন্ত মাশরাফির অর্জনের ধারের কাছে নেই আর কোন বাংলাদেশী অধিনায়ক। মাশরাফির অধিনায়কত্বের গুন সবার কাছে জানা। এবারের বিপিএলে সিলেটের হয়ে খেলছেন জাতীয় দলের সর্বকালের অধিনায়ক।




সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি মাঠে বল হাতেও অসাধারণ পারফরম্যান্স করছেন মাশরাফি। কিছুদিন আগেই বাংলাদেশ দলের নির্বাচক আব্দুর রাজ্জাক জানিয়েছেন ক্রিকেট বোর্ড চাইলে মাশরাফিকে আবারো জাতীয় দলের সুযোগ দিতে চাই তারা।




সিলেটে আজ এই বিষয়ে প্রশ্ন করা হলে মাশরাফি বিন মর্তুজা বলেন, “আমি মনে করি প্রতিটা খেলোয়াড়…বিশেষ করে সাকিব…এখন যারা আছে। আমি নিজেরটা বলতে পারব না কারণ অনেকদিন আগেই ছেড়ে এসেছি (ক্রিকেট)। আমার কোনো প্রত্যাশা নেই। আমি নিজেও বিশ্বাস করি না নিজেদের ক্ষেত্রে।




আপনাদের এখানে এসে বলে গেছি, যখন ক্রিকেট শুরু করি, তখন জাতীয় দলে খেলবো আশা করি”। “বাসা থেকে বলা হয়েছিল পড়ালেখা করো, আমি ক্রিকেট বেছে নিয়েছি।




তখন এত অর্থ, গাড়ি-বাড়ি কিছুই ছিল না। ক্রিকেট দিয়েই কিন্তু জীবনের সবকিছু হয়েছে। একটা পর্যায়ে ক্রিকেট প্যাশন থেকে পেশা হয়েছে। প্যাশনটা এমন পর্যায়ে গিয়েছে যে একটা পর্যায়ে হয়তো অর্থ না দিলেও ক্রিকেট খেলতাম।” নিজেকে নিয়ে তেমন কোনো আশা নেই জানিয়ে মাশরাফি বলেন, “আমার কোনো প্রত্যাশা নেই। এ নিয়ে কোনো রাগ, ক্ষোভ, কিছুই নেই। কেবল বাংলাদেশের ক্রিকেটের প্রতি ভালোবাসা আছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *