সর্বশেষ

মমতার লেখা কবিতা পড়লেন শ্রীলেখা, হাসছে নেটদুনিয়া!

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ‘বাংলা আকাদেমি পুরস্কার’ প্রদান করা হয়েছে। ‘কবিতা বিতান’ নামক কাব্যগ্রন্থের জন্য তাকে পুরস্কারটি দিয়েছে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর। কিন্তু এই ঘটনায় সাহিত্য অঙ্গনে চলছে বিতর্ক, সমালোচনা আর হাসাহাসি।




সেই হাসাহাসির জোয়ারে আরও একটু জল ঢেলে দিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি মমতার লেখা দুটি কবিতা পড়েছেন।

সেই পাঠের ভিডিও শেয়ার করেছেন ফেসবুকে। আর তা শুনে নেটিজেনরা হেসে লুটোপুটি খাচ্ছে। ভিডিওর শুরুতে শ্রীলেখা বলেন, ‘কে বলে বাঙালি শুধুই রবীন্দ্রনাথের লেখা পড়ে। এই তো মমতা ব্যানার্জি বাংলা আকাদেমি পুরস্কারে পুরস্কৃত হলেন তার নিরলস সাহিত্যচর্চা, তার সাধনার জন্য।’




এরপর মমতার লেখা দুটি কবিতা পাঠ করেন শ্রীলেখা। প্রথমে পড়লেন ‘এপাং ওপাং ঝপাং’। কবিতা শেষ করে বললেন, ‘এ কবিতার গুঢ় অর্থ আছে।

নিশ্চয়ই যারা তাকে আকাদেমি পুরস্কার দিয়েছেন, সুবিচার করেছেন।’ এরপর পড়েলেন ‘হাম্বা’। পড়া শেষে বললেন, ‘তার যে কত পশুপ্রেম আছে, তা এই কবিতাটায় বোঝা যায়। আমিও তো পশুপ্রেমী।’ কবিতা পড়ার মাধ্যমে যে মমতাকে কটাক্ষ করেছেন শ্রীলেখা, তা বুঝতে বাকি নেই কারোর।




তার পাঠের পর নেটিজেনরাও হাসাহাসি করছে মমতার কবিতা নিয়ে। অভিনেত্রীর কমেন্ট বক্সেই অনেকে কটাক্ষ করেছেন। কেউ মন্তব্য করেছেন, ‘রবি ঠাকুরের চুরি হয়ে যাওয়া নোবেলের দুঃখ বাঙালি খুব শিগগিরই ভুলে যাবে।

কারণ বাংলায় আবার একটা নোবেল আসছে!’ আরেকজন লিখেছেন, ‘খুব অনুপ্রাণিত হলাম, এবার থেকে আমিও কবিতা লিখব’। মমতা ব্যানার্জির কবিতা নিয়ে আগেও সমালোচনা হয়েছে। কিন্তু এবার কবিতার জন্য তার পুরস্কার প্রাপ্তির ঘটনা সেই বিতর্কের আগুনে যেন ঘি ঢেলে দিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *