সর্বশেষ

‘ম্যাচের শুরু, মাঝে, শেষে- সবসময়ই সাকিব কথা বলে’

এবারের বিপিএল হার দিয়ে শুরু করেছিল ফরচুন বরিশাল। এরপর সময়ের সঙ্গে সঙ্গে গুছিয়ে নিয়েছে তারা, সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান।




ব্যাট হাতে এই অলরাউন্ডার আছেন ক্যারিয়ারেরই সেরা সময়ে। বিপিএলের ৮ ম্যাচের ৭ ইনিংসে ৬১.২০ গড় ও ১৮৬.৫৮ স্ট্রাইক রেটে সাকিব করেছেন ৩০৬ রান। বল হাতে নিয়েছেন ৪টি উইকেটও। সাকিবকে আগে প্রতিপক্ষ হিসেবে দেখছেন আফগানিস্তানের করিম জানাত, এবার পেয়েছেন সতীর্থ হিসেবে।




সাকিব আল হাসানকে আদতে কেমন দেখছেন? এমন প্রশ্নের জবাবে সোমবার সিলেটে করিম সাংবাদিকদের বলেছেন, ‘সাকিব আল হাসান আমার মনে হয় এক বা দুই নম্বর অলরাউন্ডার বিশ্বে। এটা আমাদের দলের জন্য ভালো। এখন তার সঙ্গে খেলছি, দারুণ লাগছে। ’ বাংলাদেশি তারকার সঙ্গে কোনো বিশেষ আলাপ হয়েছে কি না জানতে চাইলে করিম বলেন, ‘আমরা প্রতি ম্যাচেই কথা বলি, শুরুতে বা শেষে। সাকিব আমার সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করে। ’




ফরচুন বরিশাল ৮ ম্যাচে ৬ জয় ও ২ হার নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে। এক জয় বেশি নিয়ে সবার উপরে সিলেট। বাকি চার ম্যাচ জিতে তাদের টপকে যাওয়ার প্রত্যয় করিম জানাতের কণ্ঠে। দলের অবস্থাও দারুণ বলে জানিয়েছেন তিনি।




আফগান ক্রিকেটার বলেছেন, ‘দলের পরিবেশ খুব ভালো। যখন কোনো দল জেতে, তখন পরিবেশ স্বাভাবিকভাবেই ভালো থাকে। আমাদের দলে অভিজ্ঞ ক্রিকেটার আছে। আমরা জিতি বা হারি, পরিবেশ একই রকম থাকে। আমাদের মোরাল খুব হাই। এখনও চারটা ম্যাচ বাকি আছে, চেষ্টা করবো যেন আমরা টেবিলের শীর্ষে উঠার। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *