সর্বশেষ

ছোটো পোশাকে ক্যামেরার সামনে Oops মোমেন্টের শিকার অভিনেত্রী কিয়ারা, ব্যাপক ভাইরাল ভিডিও

বলিউড নায়িকাদের মধ্যে বর্তমানে কিয়ারা আদবানি (Kiara Advani) প্রথম সারির নায়িকা। তার সিনেমা ও সাবলীল অভিনয় মানুষের মন কেড়ে নেয়। ফ্যাশনের দিক থেকেও বেশ নাম করেছেন এই নায়িকা। বিভিন্ন ইভেন্টে কিয়ারাকে মন ভোলানো পোশাকে দেখা যায়।




কিন্তু নায়িকা মানেই পাপারাজ্জিদের ক্যামেরা সম্পূর্ণ তাদের দিকেই তাক করা থাকে। এবার সেই অতিরিক্ত ফ্যাশনের কারণেই নায়িকাকে উপস মুহূর্তের শিকার হতে দেখা গেল।

ভিডিওতে দেখা যাচ্ছে কিয়ারা আদবানি একটি হালকা সবুজ রঙের ছোট পোশাকে একটা ইভেন্টে উপস্থিত হয়েছিলেন। সেখানেই চেয়ারে বসে ছিলেন যখন বেশ অস্বস্তিতে দেখা যাচ্ছিলো। আর সেই সময় পজিশন চেঞ্জ করার সময়ই কার্যত কিয়ারার অন্তর্বাস দেখা যায়।




হাত দিয়ে ঢাকার চেষ্টা করলেও যদিও তা সম্ভব হয়নি। তারপর থেকেই নায়িকাকে একের পর এক বিতর্কিত কমেন্টে বিদ্ধ করেছেন সকলে।

কেউ বলেছেন -‘লোক দেখানোর জন্য এত ছোট ড্রেস পড়ার দরকার কি’? আবার দ্বিতীয়জন বলেছেন -‘সবই দেখা গেল, এসব পোশাক কেন পড়েন কে জানে, শুধু ওভার এক্টিং’। তবে এসব দেখে কিয়ারার অনুরাগীরাও কার্যত এক হাত নিয়েছেন সেসব ট্রোলারদের।




কিছুদিন আগেই ‘গোবিন্দা নাম মেরা’ (Govinda Naam Mera) সিনেমায় অভিনয় করেছেন কিয়ারা। Vicky Kaushal ও অভিনেত্রী Bhumi Pednekar ছিলেন এই সিনেমায়। চলতি মাসের ৬ই ফেব্রুয়ারী অভিনেতা ও কিয়ারার দীর্ঘ দিনের প্রেমিক সিদ্ধার্থ মালহত্র-র (Sidharth Malhotra) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তাই সেই খবরেই বর্তমানে দেশ উত্তাল তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *