সর্বশেষ

বেশিরভাগ দেশিয় ক্রিকেটারই মাথা ছাড়া খেলে : সালাউদ্দিন

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দেশিয় ক্রিকেটারদের পারফর্ম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন কুমিল্লার কোচ সালাউদ্দিন। তার মতে, ‘আমি আগেও বলেছিলাম, আমাদের দেশিয় ক্রিকেটারদের বেশিরভাগই মাথা ছাড়া খেলে। তাদের আসলে কমনসেন্স আছে কি না,




এটা নিয়ে আমার সন্দেহ।’ শনিবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ম্যাচশেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। যদিও নিয়মরক্ষার ম্যাচটিতে চট্টগ্রামকে ৬ উইকেটে হারিয়েছে কুমিল্লা। এ ম্যাচেও ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন দলটির বিদেশি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান। পাশাপাশি ম্যাচ সেরাও হয়েছেন তিনি। তবে এদিন ব্যাট হাতে রান পাননি সৈকত আলি-ইমরুল কায়েসরা।

যদিও রান পেয়েছেন মোসাদ্দেক সৈকত। দেশের ক্রিকেটারদের কাছে কি ধরণের প্রত্যাশা থাকে- এই প্রশ্নের জবাবে দেশের ক্রিকেটারদের গুরু সালাউদ্দিন বলেন, ‘স্থানীয় খেলোয়াড়দের কাছে আমি সামান্য কমনসেন্স (সাধারণ জ্ঞান) চাই। কিন্তু তাদের আসলে কমনসেন্স আছে কি না,




এটা নিয়ে আমার সন্দেহ। আপনি যদি ১৫ বছর ধরে ঘরোয়া ক্রিকেট মিরপুরে খেলেন, আপনি জানেন যে আপনার আসলে কী করতে হবে। সে কমনসেন্স যদি আপনার না থাকে, তাহলে আসলে আমি হতাশ। বিশেষ করে আমাদের ছেলেরা ক্রিকেট নিয়ে চিন্তা করে কি না সেটা নিয়ে আমার সন্দেহ।’ সালাউদ্দিন যোগ করেন, ‘রিজওয়ানের সঙ্গে আমাদের দেশের অনেক ওপেনার বা অলরাউন্ডার খেলেন, কিন্তু তাদের শটের সীমাবদ্ধতা অনেক বেশি।

তারা হয়তো সবদিকে মারতে পারে, কিন্তু খেলতে গেলে দেখা যায় উল্টো হচ্ছে। আমাদের দেশে অনেকে হয়তো মাথা দিয়ে খেলে, অনেকে খেলে না। বেশিরভাগই মাথা ছাড়া খেলে। যেদিন প্রশ্ন কমন পড়ে যায়, সেদিন ভালো খেলে, যেদিন পড়ে না সেদিন ভালো খেলে না।




খুবই হতাশাজনক। আপনি যখন ১০/১২ বছর ক্রিকেট খেলছেন তখন সামান্য কমনসেন্স থাকা উচিত কখন কি করতে হবে।’ এ সময় বাংলাদেশের ক্রিকেটারদের শেখার বিষয় নিয়েও প্রশ্ন তুলেন সালাউদ্দিন, ‘আমার মনে হয় তাদের ক্রিকেট জ্ঞান অনেক কম। এই উইকেটে আমার কী করতে হবে বা কোন বোলারকে আমি কখন চার্জ করব; এটা সামান্য জিনিস। যখন সবকিছু আমার নিয়ন্ত্রণে আছে তখন নিয়ন্ত্রণ ছাড়ব কেন?




এ বুদ্ধি যদি কারো না হয়, তাহলে তারা ক্রিকেট কবে শিখবে উপরওয়ালা জানে।’ তিনি আরও বলেন, ‘আপনার যদি গ্রামার ছোটবেলা থেকে খারাপ থাকে তাহলে তো আপনি ইংলিশ রচনা পড়তে পারবেন না। আমরা আসলে ছোটবেলা থেকে তাদের ওভাবে গড়ে তুলছি। আমরা সবসময়ই কোচ নির্ভর খেলোয়াড়। প্রকৃতপক্ষে ভেতরে গিয়ে তো কোচ খেলবে না, তখনই মাথাটা কাজ করা বন্ধ করে দেয়। সিস্টেমেই গলদ। কম্পিউটারে আসলে সেটআপটা ঠিক মতো হয়নি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *