সর্বশেষ

ওমরাহ হজ করে দেশে ফিরেছেন সাকিব

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঝপথেই গেল শুক্রবার রাতে হঠাৎ করে দেশ ছেড়েছিলেন সাকিব আল হাসান। মূলত ৪, ৫ এবং ৬ ফেব্রুয়ারি সাকিবের দল ফরচুন বরিশালের খেলা না থাকায় ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরবে গিয়েছিলেন তিনি।




তবে হজ শেষ করে সোমবার সকালে দেশে ফিরে এসেছেন তারকা এই অলরাউন্ডার।সাকিবের দেশে ফেরার খবর ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন দলটির মালিক মিজানুর রহমান। সাকিবের দল ফরচুন বরিশাল ইতোমধ্যে শেষ চার নিশ্চিত করে ফেলেছে।




তবে এখনও গ্রুপ পর্বের দুটি ম্যাচ বাকি রয়েছে বরিশালের। টুর্নামেন্টে এখন পর্যন্ত মোট ১০ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে বরিশাল। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৭ ফেব্রুয়ারি এবং খুলনা টাইগার্সের বিপক্ষে ১০ ফেব্রুয়ারি মাঠে সাকিব আল হাসানের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *