চলতি বিপিএলে আর দেখা যাবে না খুলনা টাইগার্সের তারকা ক্রিকেটার তামিম ইকবালকে। তামিমের না থাকার বিষয়টি মঙ্গলবার ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন খুলনার প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। মূলত আসন্ন ইংল্যান্ড সিরিজ থাকায় তাকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট।
মূলত পুরনো পিঠের চোটের কবলে পড়ে চলমান বিপিএল আসর থেকে ছিটকে গেছেন দেশসেরা এ ওপেনার। এ ব্যাপারে সুজন বলেন, ‘তামিমের একটু সমস্যা ছিল। ব্যাক স্ট্রেইন ছিল তার জন্য ইনজেকশন নিয়েছিল ব্যাংকক থেকে আপনারা জানেন।
ওখানে আবার ভুগছে মনে হয়। আজকে আমাদের দলের ফিজিও এবং জাতীয় দলের ফিজিও আমার সঙ্গে কথা বলতে এসেছিল। ইনজুরির সমস্যা থাকাতে সামনে যেহেতু ইংল্যান্ড সিরিজ আছে তাই বড় চিন্তা এখন এটা। এজন্য তামিমকে ব্রেক দেওয়ার চিন্তা করছি।’
‘এখন বিপিএল খেললে হয়তো আরো খারাপ কিছু হতে পারে। দলের ফ্র্যাঞ্চাইজি ওকে টাকা দিয়েই নিয়েছে আমি মনে করে সবার আগে দেশ। আমাদের মালিকরাও সেটা ভালোভাবে বুঝবে’-বলেন সুজন।
সুজন মনে করেন, ‘আজকে যদি পরিস্থিতি ভিন্ন হতো আমরা কোয়ালিফাই করেছি বা আমরা কোয়ালিফায়ারের জন্য গুরুত্বপূর্ণ একটা ম্যাচ খেলব সেটা হয়তো ভিন্ন হতো।
কিন্তু আমাদের সে সুযোগটা এখন নেই। আমার মনে হয় সে কারণে আমরা তামিমকে নিয়ে আর ভাবছি না। সে ওয়ানডে দলের অধিনায়ক আমাদের দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার সে। সুতরাং ওরে একটা ব্রেক দেওয়াটা আমি মনে করি যে উচিত। আমার মনে হয় না আর বিপিএলে থাকবে সে।
সূত্র dhakapost.com