ছোট পর্দার হাত ধরে পা রেখেছিলেন অভিনয় জগতে। বর্তমানে ওটিটি(OTT) প্ল্যাটফর্ম থেকে শুরু করে বড়পর্দা কাঁপাচ্ছেন তিনি। তাঁর রূপে মুগ্ধ বহু ভক্ত। যে কোন চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায়(Social Media) বরাবরই নিজেকে মেলে ধরেন এই অভিনেত্রী। তিনি মধুমিতা সরকার(Madhumita Sarcar)।
ইন্ডাস্ট্রিতে যত সময় পেরোচ্ছে ততই বাড়ছে ভক্তদের সংখ্যা। তাঁর সৌন্দর্য্য আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় সকলের মধ্যে। অভিনেত্রীর কুল লুক বেশ জনপ্রিয় ভক্তদের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ এই অভিনেত্রী। কখনও তিনি ভক্তদের সামনে ধরা দেন শাড়িতে।
তো কখনও আবার তাঁকে দেখা যায় ছোট পোশাকে। সম্প্রতি তিনি ভক্তদের সামনে ধরা দিলেন ট্র্যাডিশনাল লুকে। ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিলেন একগুচ্ছ ছবি। লাল রঙের সালোয়ার পরে তিনি হাজির হয়েছেন সকলের সামনে। সঙ্গে নিউড মেকআপ। ট্র্যাডিশনাল এই আউটফিটে দুর্দান্ত মানাচ্ছে অভিনেত্রীকে।
হাইলাইট হয়েছে তাঁর সৌন্দর্য্ও। তাঁকে দেখে মুগ্ধ সকলেই। এই ছবিতে একেবারে স্পষ্ঠ অভিনেত্রীর বক্ষ যুগলের খাঁজ। ক্যাপশনে তেলেগু ভাষায় অভিনেত্রী লিখেছেন ‘ আমি লজ্জিত’।
সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট হতেই বইতে শুরু করেছে কমেন্টের বন্যা। অনেকেই অভিনেত্রীর এই লুক যেমন পছন্দ করেছেন ঠিক তেমনই অনেকেই করেছেন তির্যক মন্তব্য। কেউ কেউ লিখেছেন ‘ কি বড় মন তোমার’। অন্যজন লিখেছেন, ‘কিউট পমপম’। কেউ আবার কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন অভিনেত্রীর শরীর নিয়ে। তবে বরাবরের মতোই সামালোচকদের জবাব দিতে নারাজ অভিনেত্রী। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘দিলখুশ’ ছবি।
এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মধুমিতা সরকার। ছবির পরিচালনা করেছেন রাহুল মুখ্যোপাধ্যায়। ছবিতে উঠে এসেছে তিন জেনারেশনের আলাদা স্বাদের ভালোবাসার গল্প। এই ছবি বেশ পছন্দ করেছেন দর্শকরা। জানা যাচ্ছে, বর্তমানে আরও একাধিক কাজ রয়েছে অভিনেত্রীর হাতে।