ফের আরও একবার ভাইরাল নেহা কক্করের ভিডিও । সঙ্গীত জগতে এক জনপ্রিয় নাম হল নেহা কক্কর । তিনি তার সুরেলা কন্ঠ দিয়ে রীতিমত জয় করে নিয়েছেন লক্ষ লক্ষ দর্শকের মন । তবে শুধুমাত্র তার দর্শক যে দেশের মধ্যে আ-ট-কে আছে এমনটা কিন্তু নয় । তার পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে তার দর্শক । বিভিন্ন গানের অনুষ্ঠানে বিচা-রক হিসেবে তাকে দেখা যায় ।
নেহা কক্কর বেশ কিছুদিন আগে বা-ধা পড়েছিলেন সাতপাকে রোহন প্রীতির সাথে । যিনি নিজে একজন পাঞ্জাবি গায়ক। নেহা কক্কর জানিয়েছিলেন যে ছোটবেলায় বাবা সিঙ্গারা বিক্রি করতেন । নিজের স্বপ্ন
পূরণে তাকে দেন ভাই টনি কক্কর কে নিয়ে পাড়ি দেন মুম্বাই । তারপরে চলে অনেকটা ল-ড়া-ই । অবশেষে মেলে সফলতা এবং সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আজ তিনি ভারতবর্ষের জনপ্রিয় গায়িকা । তার এই ল-ড়া-ই মোটেও সহজ ছিল না । পাশে শুধু পেয়েছিল তার ভাইকে । যদিও তার ভাই জনপ্রিয় একজন গায়ক এই দেশে । একটি রিয়েলিটি শো থেকে গু-জ-ব উঠেছিল যে উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়নের সাথে সাতপাকে বাঁ-ধা
পড়তে চলেছে নেহা কক্কর । যদিও সেটি একটি ভিডিওর জন্য ইচ্ছাকৃতভাবে গু-জ-ব রটানো হয়েছিল বলে দাবি করে নেহা কক্কর । কিন্তু অবশেষে তিনি সাত পাকে বাঁধা পড়লেন এবং যাকে বিয়ে করলেন তিনি একজন পাঞ্জাবি গায়ক ।
দিল্লি এবং পাঞ্জাবে দু-দুবার বিয়ের আসর বসার পর অবশেষে মুম্বাইয়ে ফের নেহা এবং রোহন । তারপর তারা হানি-মুনের জন্য পাড়ি দেয় দুবাই । সেখানে বিলাস-বহুল একটি হোটেলে কাটে তাদের হানিমুনের পর্ব । সেখান থেকে তিনি তুলে ধরেন বিভিন্ন ধরনের ভিডিও । তারমধ্যে একটি ভিডিও আরো একবার দখল করেছে নেট দুনিয়ার জনতাদের মন।
কিন্তু হানি-মুন থেকে ফিরে আসার পর ফের আরও একবার চেনা ছান্দিক গতিতে দেখা গেল নেহা কক্কর কে । সেই ভিডিও ফেরার একবার হলো ভাইরাল ।
হলুদ রঙের পরনে একটি পোশাক পরা অবস্থায় গাড়ির ভেতরে নাচতে দেখা গেল নেহা কক্কর কে । ইয়ে লেরকি পাগল হে পাগল হে হিন্দি গানের সাথে তাল মিলিয়ে নেচেছেন নেহা কক্কর । কখনো কখনো আবার ঝাকি-য়ে-ছে-ন মাথা । মুহূ-র্তের মধ্যে দখল করেছে নেটিজেনদের নজর । এসেছে কমেন্ট এবং লাইক এর ব-ন্যা ।