টলিপাড়ায় (Tollywood) জনপ্রিয় মুখ পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee)। তাঁর অভিনয় দক্ষতা বরাবরই মুগ্ধ করেছে দর্শকদের। ছোটপর্দা থেকে বড়পর্দা একটা সময় সর্বত্রই দাপট চলেছে তাঁর।
যদিও বর্তমানে অভিনয় জগতে তেমনভাবে দেখা যাচ্ছে না তাঁকে। তবে সোশ্যাল মিডিয়ায়(Social Media) ভীষণ অ্যাক্টিভ এই বঙ্গ তনয়া। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় ধরা দিয়েছেন একেবারে হট লুকে।
করোনা আবহে ২০২০ সালে আইনি মতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। কুণাল বর্মার সঙ্গে শুরু করেন নতুন জীবনের পথ চলা। অভিনেত্রীর স্বামীও পেশায় অভিনেতা। ২০২১ সালে আবারও ধুমধাম করে বিয়ে সারেন তাঁরা। লাল বেনারসীতে সেজে ওঠেন অভিনেত্রী। দম্পতির কোল আলো করে আসে ছেলে কৃশিব।
অভিনেত্রীকে দেখে বোঝারই উপায় নেই তিনি এক সন্তানের মা। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও তুলে ধরেছেন অভিনেত্রী। সেখানেই তাঁকে দেখা গেল একেবারে হট লুকে। অভিনেত্রীর পরনে ছিল ব্রা এবং লং স্কার্ট। উপচে পড়ল তাঁর বক্ষযুগল। খোলা চুলেই ধরা দিলেন অভিনেত্রী।
অভিনেত্রীর ভিডিও দেখে মনে হচ্ছে ফটোশুটে ব্যস্ত তিনি। ক্যামেরার সামনে তিনি নিজেকে তুলে ধরলেন একেকবার খোলামেলা পোশাকে।
অভিনেত্রীর এই পোস্ট তাঁর ভক্তরা পছন্দ করলেও নিন্দা করতে ছাড়েননি অনেকেই। একজন লিখেছেন, ‘ সানি লিওনি এবং এই অভিনেত্রীর মধ্যে কোনও পার্থক্য নেই। অনেকেই আবার লিখলেন ‘ভীষণ সুন্দর লাগছে’।