ঢালিউডের রোমান্টিক দম্পতি রাজ-পরী। গত বছরের ১০ আগস্ট তাদের কোল জুরে আসে ফুটফুটে সন্তান রাজ্য। দেখতে দেখতে ৬ মাস ও পূর্ণ হয়েছে তার। আর তারই ধারাবাহিকতায় মুখে ভাতের বিশেষ আয়োজন করেন এই দম্পতিরা।
স্বাভাবিকভাবে ছয় মাস বয়স থেকেই শিশুদের মুখে বাড়তি খাবার তুলে দেয়া হয়। আর সেই কথা মাথায় রেখে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) ছেলের মুখে ভাত অনুষ্ঠানের আয়োজন করেছিলেন রাজ-পরী।
আর এ আয়োজনে অতিথি হয়েছিল একঝাঁক পথশিশু। পরী নিজের হাতে তাদের খাবার পরিবেশন করেছেন। সেই বিশেষ মুহূর্তে কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পরী লিখেছেন, ‘ফাল্গুনী ভালোবাসায় রাজ্যের মুখে ভাত।’ সেখানে দেখা যায় বাসার ছাদ সাজানো হয়েছে সামিয়ানা-ঝাড়বাতি দিয়ে।
মেঝেতে কার্পেট বিছিয়ে বসার আসন করা। ঘরোয়া পরিবেশেই আয়োজন করেছিলেন তারা। এর আগে, ছেলের ছয় মাস পূর্তিতে ঘরোয়াভাবে কেক কেটে উদযাপন করেন রাজ-পরী। রাজ্যকে শুভেচ্ছা জানিয়ে মা পরী লেখেন, ‘আমাদের ছেলের ছয় মাস পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। ছয় মাসের শুভেচ্ছা বাজান।’