সর্বশেষ

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় ইংলিশরা

তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন জস বাটলার-মঈন আলীরা।




দীর্ঘ সাত বছর পর বাংলাদেশ সফরে এসেছে ইংলিশরা। এর আগে সবশেষ ২০১৬ সালে বাংলাদেশ সফর করে যায় দলটি। আগামী ১ মার্চ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের এই দ্বিপাক্ষিক সিরিজ।




এছাড়া আগামী ৩ ও ৬ ও অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ওয়ানডে। ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগেরই অংশ। অবশ্য স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী ইংল্যান্ড ইতিমধ্যেই ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে।
বিজ্ঞাপন আগামী ৯ মার্চ শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।




১২ ও ১৪ মার্চ দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে দুই দলের এই দ্বিপাক্ষিক সিরিজটি। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজের প্রতিটি ম্যাচ বেলা ৩টা থেকে শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *