সর্বশেষ

নামাজ পড়লেও তার চেহারা আমার চোখে ভাসে: মৌসুমী

বেঁচে থাকলে গত বুধবার (২২ ফেব্রুয়ারি) ৮০-তে পা রাখতেন কিংবদন্তি গীতিকবি ও চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ার। তার জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশান ২-এ জমকালো আয়োজনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় তাকে।




এই আয়োজনে উপস্থিত ছিলেন সংগীত ও চলচ্চিত্র জগতের তারকারা। তাদের মধ্যে একজন চিত্রনায়িকা মৌসুমী। তার সঙ্গে গাজী মাজহারুল আনোয়ারের সম্পর্ক ছিলো বাবা-মেয়ের মতো। আয়োজনে এই গীতিকবিকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন চিত্রনায়িকা।

এই অভিনেত্রী বলেন, ‘এমন একজন প্রাণবন্ত মানুষ আমাদের মাঝে নেই, এটা আমি কখনোই বিশ্বাস করতে চাই না। তার প্রত্যেকটা শব্দ আমার কানে এখনও বাজে, আমি শুনতে পাই, আমি দেখতে পাই তাকে। নামাজ পড়লেও তার চেহারা আমার চোখে ভাসে।




তার সঙ্গে আমার কত যে আত্মার সম্পর্ক ছিলো!’ অনুষ্ঠানে মৌসুমী বলেন, “কখনো তিনি আমাকে মেয়ে ছাড়া নায়িকা হিসেবে দেখেননি। সবসময় বলতেন, ‘এটা আমার একটা মেয়ে।’ বিশেষ করে আব্বু মারা যাওয়ার পর সবসময় আমাকে বাবার স্নেহ দেয়ার চেষ্টা করতেন।

এই মানুষটা আমার জন্য কী, তা আমি বলে শেষ করতে পারবো না। তার সব কিছু আমার স্মৃতিতে ওঁৎপ্রোতভাবে জড়িয়ে আছে।” প্রসঙ্গত, গাজী মাজহারুল আনোয়ার আর বর্ণাঢ্য জীবনে সর্বমোট ৪১টি সিনেমা প্রযোজনা ও পরিচালনা করেছেন। এর মধ্যে সর্বাধিক ৮টি সিনেমার নায়িকা ছিলেন মৌসুমী।




এছাড়া মৌসুমী নির্মাণ করা প্রথম সিনেমা ‘কখনও মেঘ কখনও বৃষ্টি’-তে গান লিখে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন গাজী মাজহারুল আনোয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *