দক্ষিণের ‘হিটমেশিন’ খ্যাত অভিনেতা ধানুশের সর্বশেষ তামিল-তেলেগু চলচ্চিত্র ‘ভাথি’ বিশ্বব্যাপী ১০০ কোটির বেশি আয় করেছে। মুক্তির ১৭তম দিনে এই মাইলফলক অর্জন করেন ধানুশ। সিনেমাটিতে একজন অধ্যাপকের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ভেনকি আটলুরি পরিচালিত সিনেমাটি একই সঙ্গে তামিল ও তেলেগুতে মুক্তি পেয়েছিল।
তামিল ভাষায় ‘ভাথি’ ও তেলেগু সংস্করণ শিরোনাম ছিল ‘স্যার’। এদিকে সপ্তাহান্তে নির্মাতারা সিনেমাটির একটি পোস্টার শেয়ার করেছেন টুইটারে। পোস্টারে এটি নিশ্চিত করা হয়েছে যে সিনেমাটি ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। ধানুশ পোস্টারটি নিজের টুইট বার্তায় শেয়ার করেছেন।
সিনেমাটি ভারতে ৭৭ কোটি রুপি আয় করেছে এবং বিশ্বব্যাপী আয় করেছে ২৩ কোটি রুপি। ১৭ দিনে ‘ভাথি’র বিশ্বব্যাপী আয় ১০১ কোটির মতো।
গত বছর তিরুচিট্রামবালামের পরে এটি ধানুশের জন্য টানা দ্বিতীয় ১০০ কোটি উপার্জনের চলচ্চিত্র। সম্প্রতি তার আরেকটি তামিল চলচ্চিত্র ‘আসুরান’ও ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছিল। নব্বইয়ের দশকে শিক্ষাব্যবস্থার সংস্কারের জন্য এক ব্যক্তির একার লড়াইয়ের গল্প নিয়েই নির্মিত চলচ্চিত্র ‘ভাথি’।
এতে ধানুশের সঙ্গে আরো অভিনয় করেছেন সংযুক্তা, সামুথিরাকানি, সাই কুমার প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন ভেনকি আটলুরি। ধানুশ এখন ‘ক্যাপ্টেন মিলার’-এর শুটিং করছেন। এটি পরিচালনা করছেন অরুণ ম্যাথসওয়ারান। সিনেমাটি ২০২৩ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সূত্র : ইন্ডিয়া টাইমস