‘প্রার্থনা ফারদিন দীঘি হয়তো বলিউডে জন্ম নিলে স্টারকিড হিসেবে করণ জোহরের অনেক সিনেমায় কাজ করতেন। কিন্তু বাংলাদেশে জন্ম হওয়ার জন্য সে অনেক কিছুতেই পিছিয়ে আছে’ – এমনটা জানিয়েছেন হালের ক্রেজ অভিনেত্রী ফারিয়া শাহরিন। শিশুশিল্পী হিসেবে একটি মোবাইল অপারেটরের বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে তারকা খ্যাতি লাভ করেন দীঘি।
এরপর কয়েকটি সিনেমায়ও শিশুশিল্পী হিসেবে দেখা যায় তাকে। শিশুশিল্পী থেকে সরে ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘তুমি আছো তুমি নেই’ সিনেমায় চিত্রনায়িকা হিসেবে দেখা যায় তাকে। নায়িকা হিসেবে অভিনয় করলেও ব্যক্তিজীবনের অ্যাক্টিভিটির কারণে সোশ্যালে অনেক সময় সমালোচনার মুখে পড়তে হয়। তবে শিশুশিল্পী হিসেবে তার আগের কাজগুলো এখনো প্রশংসিত সব মহলে।
এসব বিষয় ইঙ্গিত করে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ‘অন্তরা’ বলেন, ‘আমরা হয়তো অনেকেই জানি না দীঘির মা-বাবা দু’জনই সিনেমার তারকা। তার মা (অভিনেত্রী দোয়েল) এক সময় সিনেমার নায়িকা ছিলেন। কিন্তু তিনি এখন নেই (মৃত্যু হয়েছে তার)।
একজন মা যে একটা মেয়ের বেড়ে উঠায় কতটা প্রয়োজনীয় সেটা আমরা সবাই জানি। বাবারাও করেন কিন্তু মায়ের মতো দিক-নির্দেশনা কেউ করতে পারেন না। মা তো মা-ই।’ ফারিয়া বলেন, ‘সঠিক দিক-নির্দেশনার অভাবে দীঘি নিজেই যা পেরেছে, যতটুকু পেরেছে করেছে বা করে। তার ময়না পাখির বিজ্ঞাপনচিত্রটি সেরা। সে কোনো ব্যাকআপ ছাড়া নিজেই নিজেকে তৈরি করেছে।
হয়তো অনেক কিছুই না বুঝে করেছে, যেটা আমাদের বা আপনাদের ভালো লাগেনি।’ দীঘি টিকটক করার জন্য প্রায়ই প্রশ্নের মুখে পড়েন। এ নিয়ে কয়েকবার কথাও বলেছেন তিনি। সেই টিকটক প্রসঙ্গেও কথা বলেন অভিনেত্রী ফারিয়া। বলেন, ‘এখন টিকটক করে অনেকেই ফেম পাচ্ছে বা লাইমলাইটে আসছে। এ কারণে সেটাই বেছে নিয়েছে দীঘি। একটা সিনেমায়ও হয়তো কাজ করেছে।
সেটার গল্প ও নির্মাণ সম্ভবত ভালো ছিল না। আমার ধারণা ভালো পরিচালক দীঘিকে সুযোগ দিলে সে ভালো করবে।’ এদিকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা যায় দীঘিকে। এ জন্য নিজেকে তৈরি করতে সময় ও প্র্যাকটিসের প্রয়োজন হয়।
আবার সোশ্যালে স্বাস্থ্য নিয়ে বডি শেমিংয়েরও শিকার হয়ে থাকেন। কিছুদিন আগেই একটি সিনেমার জন্য শরীরের অতিরিক্ত ওজন ঝরিয়েছেন। ইচ্ছ-শক্তি রয়েছে বলেই এসব সম্ভব। ‘দীঘিকে অনেকে বডি শেমিং করতো। এখন অনেক ওজন কমিয়েছে সে। অর্থাৎ মেয়েটার চেষ্টা রয়েছে। এটা আমাদের প্রশংসা করা উচিত’ – বলেও মনে করেন অভিনেত্রী ফারিয়া। সোমবার (৬ মার্চ) রাত ৯টা ২০ মিনিটের দিকে ফেসবুকে এক স্ট্যাটাসে এসব কথা বলেন ফারিয়া। অভিনেত্রীর এ অভিমতকে সুন্দর চিন্তা-ধারা দাবি করে প্রশংসা করছেন নেটিজেনরা।