সর্বশেষ

রোহিতদের কোচ হচ্ছেন ভারতের বিশ্বকাপজয়ী তারকা

প্রায়ই বোর্ডের সমালোচনা কিংবা ভারতীয় ক্রিকেটের নানা ইস্যুতে আলোচনা-সমালোচনায় মেতে ওঠেন গৌতম গম্ভীর। বেশ কয়েকবার বোর্ডের বড় কর্তাদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্যও করেছেন তিনি। এবার সেই গম্ভীরকেই ভারতের কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

ক’দিন আগে কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিসিসিআই। সেই সূত্র ধরে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, বিসিসিআইয়ের পছন্দের তালিকায় শীর্ষে আছেন গম্ভীর।

এই মুহূর্তে ভারতের প্রধান কোচের দায়িত্বে আছেন রাহুল দ্রাবিড়। আসন্ন টি-২০ বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি আছে। এর মধ্যে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, বিশ্বকাপের পর আর চুক্তি বাড়াতে আগ্রহী নন দ্রাবিড়। সে হিসেবেই গম্ভীরের দিকে বিসিসিআইয়ের হাত বাড়ানো।

বর্তমানে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে কাজ করছেন গম্ভীর। ক্রিকইনফো জানিয়েছে, কোচ হিসেবে বিসিসিআইয়ের পছন্দের তালিকায় আছেন গম্ভীর। এরই মধ্যে তার সঙ্গে যোগাযোগও হয়েছে বিসিসিআইয়ের।

এই মুহূর্তে আইপিএল ব্যস্ত গম্ভীর। আইপিএল শেষেই তার সঙ্গে বিস্তারিত আলোচনায় বসবে বিসিসিআই। ভারতের প্রধান কোচের পদে আবেদন করার সময়সীমা আগামী ২৭ মে পর্যন্ত।

গম্ভীরের অবশ্য ঘরোয়া কিংবা আন্তর্জাতিক কোনো পর্যায়েই কোচিংয়ের অভিজ্ঞতা নেই। যদিও আইপিএলে তিন মেয়াদে মেন্টর হিসেবে কাজ করছেন। ২০২২ ও ২০২৩ মৌসুমে লখনৌ সুপারজায়ান্টস ও চলতি মৌসুমের কাজ করছেন কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *