সর্বশেষ
মুস্তাফিজের কোন আক্ষেপটি রয়ে গেছে
মুস্তাফিজের কোন আক্ষেপটি রয়ে গেছে

মুস্তাফিজের কোন আক্ষেপটি রয়ে গেছে

আন্তর্জাতিক ক্রিকেটের শুরুটা উড়ন্ত হয়েছিল মুস্তাফিজুর রহমানের। মাঝপথে অবশ্য খেই হারিয়েছিলেন তিনি। তবে আবারো পুরোনো ছন্দে ফিরেছেন বাংলাদেশের বাঁহাতি এই পেসার।

অম্ল-মধুর সময়ের মধ্য দিয়ে প্রায় এক দশক কাটিয়ে দিয়েছেন মুস্তাফিজুর। দেশের হয়ে তিন ফরম্যাটের জার্সিই গায়ে চাপিয়েছেন। খেলেছেন আইপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। দুর্দান্ত বোলিংয়ে নামও কুড়িয়েছেন।

তবে একটি আক্ষেপ রয়ে গেছে ফিজের। জাতীয় দলের হয়ে বড় ট্রফি এখনও জিততে পারেননি। ২০১৭ সালে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছিল, ঐ দলে ছিলেন তিনি। কিন্তু কখনো আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা জেতা হয়নি।

এ নিয়ে রোববার বিসিবির প্রকাশিত এক ভিডিওতে মুস্তাফিজ বলেন, ‘ভালো করার তো শেষ নাই। চেষ্টা করব আগে যা করেছি, সেটা থেকে আরো ভালো করার। আমার মনে হয় বড় প্লেয়াররা বড় ট্রফি জেতে। তাদের বড় প্লেয়ার বলা হয়। এই আক্ষেপ তো সবসময় রয়ে গেছে। ’

প্রসঙ্গত, জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৫ টেস্টে ৩১, ১০৪ ওয়ানডেতে ১৬৪ ও ৯৩ টি-২০তে ১১০ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। এতে গৌরব আছে তার। কোন ফরম্যাটটা বেশি প্রিয়? টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার আগে বলেছেন এই ফরম্যাটের কথাই।

তিনি বলেন, ‘দেশের হয়ে খেলাটা গৌরবের বিষয়। আমি সবসময় উপভোগ করি দেশের হয়ে খেলাটা। ভালো লাগার কথা বললে আমি টি-২০ খুব উপভোগ করি। এই ফরম্যাটটা বেশ চাপের। এ কারণেই মনে হয় ভালো লাগে আমার। চাপ নিয়ে খেলতে অনেক উপভোগ করি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *