টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১০ ধাপ পিছিয়ে থাকা দল যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক ক্রিকেটে বড় অর্জন বলতে একবার কেবল আয়ারল্যান্ডকে হারিয়েছিল তারা। সেই দলটার কাছে এবার নাস্তানাবুদ হল টাইগাররা। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম
দেখাতেই বাংলাদেশকে হারিয়েছে স্বাগতিকরা। বাংলাদেশের দেওয়া ১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ বল হাতে রেখে জিতেছে স্বাগতিকরা।ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হারে কারণ হিসেবে উইকেটকে এবং ফাস্ট
বোলারদের দায়ী করেছেন। তিনি বলেন, “আমরা ব্যাটিং ভালো করিনি। আমরা শুরুটা ভাল করলেও মিডেল অর্ডারে কয়েকটি উইকেট হারিয়েছি। আমাদের আরেকটু বেশী রান করা দরকার ছিল তাহলে আমরা জিততে পারতাম। আসলে আমরা জিম্বাবুয়ের
বিপক্ষে ভাল উইকেটে খেলিনি, তাই এখানে এসে সবার অনেক স্ট্রাগল করতে হয়েছে। আশা করি ব্যাটসম্যানরা ভাল ভাবে ফিরে আসবে। স্পিনাররা ভাল বোলিং করেছে কিন্তু ফাস্ট বোলাররা প্লান অনুযায়ী বোলিং করেতে পারেনি। আশা করি তারও সামনে ভাল করবে।”