সর্বশেষ
প্রধান নির্বাচক লিপুর মামাতো ভাই শান্ত স্বজনপ্রীতির জোরেই পেলো ক্যাপ্টেন্সী!
প্রধান নির্বাচক লিপুর মামাতো ভাই শান্ত স্বজনপ্রীতির জোরেই পেলো ক্যাপ্টেন্সী!

প্রধান নির্বাচক লিপুর মামাতো ভাই শান্ত স্বজনপ্রীতির জোরেই পেলো ক্যাপ্টেন্সী!

লিপুর মামাতো ভাই শান্ত অবশেষে সামনে এল ভেতরের তথ্য,একজন টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যানকে বানানো হয়েছে টি টোয়েন্টি দলের ক্যাপ্টেন। এত বাজে খেলার পরও বিশ্বকাপের আগে তাঁকে পাল্টানো হল না। উল্টো বাদ দেওয়া হল মিরাজ

সাঈদের এসবের পেছনে একটা রহস্য অবশ্যই থাকতে পারে বলে মনে করছিলেন অনেকেই। অবশেষে সামনে এল সেই রহস্য। মূলত প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু খালাত ভাই নাজমুল হোসেন শান্ত। এই একটা জোরেই শান্ত হতে পারে ক্যাপ্টেন ধারণা সমর্থকদের না হলে যে ছেলের টি টোয়েন্টি দলে থাকারই কথা না সেই ছেলে কীভাবে ক্যাপ্টেন হয়৷

বিশ্বকাপের আগে আমেরিকার কাছে হার বিশ্বকাপে নেপালের বিপক্ষেও হারতে পারে বাংলাদেশ। তার আগে ব্যবস্থা নেওয়ার দাবি সমর্থকদের অনেকে বলছেন, এখনও দল পরিবর্তনের সময় আছে। শান্তকে বসিয়ে মিরাজকে দল এদিন তাঁকে ক্যাপ্টেন করে দিন ও ওপেনেও খেলতে পারেন। মিরাজ ভালো না করলেও অন্তত চেষ্টার ঘাটতি রাখবেন না বলেই বিশ্বাস তাঁদের৷ এ ছাড়া যে করেই হোক, সাইফুদ্দিন কে দলে চান সকলেই না হলে বিশ্বকাপে ভুগতে হবে বলে মত তাঁদের।

এখানেই শেষ নয়। অভিযোগ উঠেছে, হেড কোচ চন্দিকা হাথুরুসিংহেকে নিয়েও! অনেকের মতে হাথুরুকে শ্রীলঙ্কা কেন দেশ থেকে বের করে দিয়েছিল সেটা এখন স্পষ্ট হয়ে গিয়েছে। সে দলের উন্নতির বদলে ধ্বংসের খেলায় মেতেছে। আমেরিকাকে অবজ্ঞা করে ছোট দল ভেবে দুই পেসার নামিয়েছে উল্টো অ্যামেরিকায় খেলে দিল। এ ছাড়া সাকিব ও শান্তর ব্যাটিংয়ের এমন অবস্থার পরও রিয়াদকে দেরিতে নামানো নিয়েও হচ্ছে সমালোচনা।

গত বিশ্বকাপেও সাকিব শান্ত টপ অর্ডারে দলকে ডুবিয়েছে। তবু কেন রিয়াদকে আগে নামানো হচ্ছে না। তবে সব ছাপিয়ে শান্তকে নিয়ে বেশি কথা হচ্ছে। অনেকে বলছেন, শান্তকে নিয়ে বিসিবির পরিকল্পনা কি একজন টেস্ট স্পেশালিস্ট কে, কেন টি টোয়েন্টি দলের অধিনায়ক বানিয়ে দেওয়া হল? এটা কি শান্তকে দলে পার্মানেন্ট করার একটি পন্থা নাকি এখানেও আছে রাজনৈতিক কোনও কারণ। থাকলেও থাকতে পারে। কারণ প্রধান নির্বাচক লীপুর খালাত ভাইয়ের জোরে শান্ত ক্যাপ্টেন হয়ে থাকে তাহলে দেশটা গেল। সোশ্যাল মিডিয়ায় যেমনটা বলাবলি হচ্ছে, এখনও ৩ দিন সময় আছে৷ দলে পরিবর্তন আনার আপনারা কি চান না? শান্ত লিটনকে বাদ দিয়ে মিরাজ ও সাইফ উদ্দিনকে দলে ফেরানো হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *