হার দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। এরপর শঙ্কা ছিল সিরিজ খোয়ানোর। সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচের জয়ের বিকল্প ছিল না টাইগারদের সামনে। তবে সেই শঙ্কাকে সত্যি করে এক ম্যাচ আগেই সিরিজ হারলো বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৬ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিয়েছে যুক্তরাষ্ট্র।
ম্যাচ হেরে মিডেল অর্ডার ব্যাটসম্যানদের উপর হারে দোষ চাপিয়ে দিলে অধিনাক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, “এটা আমাদের জন্য খুবই হতশাজনক। মিডেল অর্ডারে আমরা খুব তাড়াতাড়ি কয়েকটি উইকেট হারিয়েছি যার কারণে ম্যাচ থেকে আমরা ছিটকে গিয়েছি। আমরা খুব একটা ভাল খেলিনি। কিন্তু সামনের ম্যাচে আমরা আরও ভাল প্লান নিয়ে ফিরে আসবো।”