সর্বশেষ
সাইফুদ্দিন বাদ তাহলে লিটন কেনো দলে? ইংল্যান্ড থেকে লাইভে এসে বিসিবিকে যা বললেন কায়েস
সাইফুদ্দিন বাদ তাহলে লিটন কেনো দলে? ইংল্যান্ড থেকে লাইভে এসে বিসিবিকে যা বললেন কায়েস

সাইফুদ্দিন বাদ তাহলে লিটন কেনো দলে? ইংল্যান্ড থেকে লাইভে এসে বিসিবিকে যা বললেন কায়েস

সাইফুদ্দিনের মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছেন ইমরুল কায়েস ।এবার সাইফুদ্দিনের হয়ে মুখ খুললেন ইমরুল। এভাবে আশা দেখিয়ে ছেলেটাকে ছুড়ে ফেলার কঠিন জবাব দিলেন তিনি। এক ম্যাচ খারাপ করে যদি কেউ দল থেকে বাদ পড়ে, তাহলে

সৌম্য লিটন শান্তরা কিভাবে মাসের পর মাস খারাপ খেলেও এখনো দলেটিকে আছে? সাইফুদ্দিনের বেলায় কেন এত নীতিবান সেজে গেলেন নির্বাচকরা আর লিটনদের বেলায় কেন অন্ধ সেজে বসে থাকেন কোন জবাব আছে তাদের কাছে !

দীর্ঘ ইনজুরির পরে ক্রিকেটের সাইফুদ্দিন কতটা পরিশ্রম করেছেন সেটা কেবল যারা তাকে ফলো করেছে তারাই বলতে পারবে । মাসের পর মাস পরিশ্রম করে বিপিএলে ভালো পারফর্ম করে দলে ফিরেছিলেন সাইফুদ্দিন। দলে ঢুকে ভালো বোলিং ও করলেন তুলে নিলেন বেশ কয়টি গুরুত্বপূর্ণ উইকেট। কিন্তু যখনই খারাপ খেললেন তখনই সবাই বেজার হয়ে ছেলেটিকে ছুড়ে ফেলল। তাহলে কি মাসের পর মাস পরিশ্রমের ফল এই দুই এক ম্যাচ।

এইসব ব্যাপার নিয়ে এবার ক্ষোভ ঝেড়েছে ইমরুল কায়েস । তিনি বলেছেন একটি ম্যাচে সে ভালো করতে পারেনি, ওই সিরিজে একটা ম্যাচ হত খারাপ করেছে।। এরপরে দেখলাম যে সে স্কোয়াডে নেই।।

এটা খুবই দুর্ভাগ্যজনক একজন প্লেয়ার যদি একটা ম্যাচে খারাপ করে বাদ পড়ে যায় ।

বিপিএলে সে খুব সুন্দর পারফরম্যান্স করেছে, আমার মনে হয় ডেথ ওভারে যদি ভালো কোন বলার থাকে বাংলাদেশ টিমে সেটি সাইফুদ্দিন।

২০১৯ বিশ্বকাপে একই ভাগ্যবরণ করতে হয়েছিল ইমরুলের ।ভালো পারফরমের পরেও কম্বিনেশনর কারণে বিশ্বকাপের দল থেকে ছিটকে পড়েন তিনি । এখনো বয়ে বেড়াচ্ছে এই ওপেনার ।

সাইফুদ্দিনের উদাহরণ দিয়ে তিনি জানিয়েছেন , ক্রিকেটাররা বিশ্বকাপে খেলার জন্য বড় স্বপ্ন দেখে, এভাবে শেষ মুহূর্তে ক্রিকেটারদের বাদ পড়া ক্রিকেটের জন্য অশুভস সংকেত বলে মনে করেন ইমরুল

ইমরুল বলেন একটা প্লেয়ার অনেক স্বপ্ন দেখেন বিশ্বকাপ খেলার। বিশ্বকাপ কিন্তু একদিন দুইদিনের স্বপ্ন না অনেক দিনের স্বপ্ন, তাই সাইফুদ্দিন যখন থেকে ফিট হয়েছেন বিপিএল ভালো পারফর্ম করেছেন তখন থেকে এসে স্বপ্ন দেখা শুরু করেছে বিশ্বকাপের রেখেছেন বিশ্বকাপে কি কি করবেন কিভাবে খেলবেন। আর আপনারা এক ম্যাচ বিবেচনা করেই তাকে যে বাদ দিয়ে দিলেন এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য একদমই ভালো না।

অনেকেই যারা স্বপ্ন ছাড়া বিশ্বকাপে খেলছেন তাদের পারফর্ম কখনোই ভালো হবে না তারা কখনোই লক্ষ্যে নিয়ে যেতে পারবে না। সব শেষ সাইফুদ্দিনকে তিনি দুর্ভাগে বলেছেন, সাইফুদ্দিনের দুর্ভাগ্য কে আখ্যা দিয়ে তিনি বলেছেন শুধু এই বিপিএল না অনেক বিপিএলেই তিনি ভালো পারফর্ম করেছেন অনেক ঘরওয়ালিগে তিনি ভালো পারফর্ম করেছেন প্রমাণ করেছেন , সবদিক দিয়েই দল থেকে বাদ পড়া তার জন্য অনেক বড় দুর্ভাগ্য এ ছাড়া আর কিছুই হতে পারে না

তবে একজন দর্শক আর ক্রিকেটার হিসেবে আমার কাছে মনে হয় সাইফুদ্দিন দলের জন্য অনেক ভালো একটা অপশন ছিল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *