দুই স্ট্র্যান্ডবাইসহ মোট ১৭ সদস্যের দল নিয়ে বিশ্বকাপ খেলতে গেছে বাংলাদেশ। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর কোচ-নির্বাচকদের ভাবনায় ফেলে দিয়েছে শান্ত-লিটনরা। ইনজুরি শঙ্কার সাথে দলের বাজে ফর্ম মাথায় রেখে এবার ব্যাকআপ হিসেবে ছয় টাইগার ক্রিকেটারকে প্রস্তুত রাখা হচ্ছে।
শনিবার (২৫ মে) মিরপুরে টাইগারদের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এমন তথ্য নিয়েছেন। বিশ্বকাপের ব্যাকআপ হিসেবে ঢাকায় ‘টাইগার্স ক্রিকেটার্স’ এর সাথে আলাদাভাবে নিজেদের প্রস্তুতি সারছেন এ ছয়জন।
বিশ্বকাপের ব্যাকআপ হিসেবে ছয়জন হলেন- মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, এনামুল হক বিজয় এবং পারভেজ হোসন ইমন। তবে ব্যক্তিগত কারণে স্টান্ডবাই তালিকা থেকে নাম সরিয়ে নিয়েছে
সাইফুদ্দিন। প্রধান নির্বাচক লিপু জানান যে, বিশ্বকাপের নতুন নিয়ম অনুযায়ী সুযোগ থাকছে ব্যাকাপ ক্রিকেটার প্রস্তুত রাখার। তাই আমরা লিটনের বিকল্প হিসেবে বিজয়, অনিকের বিকল্প হিসেবে সোহানকে প্রস্তুত রাখছি। তাছারা এই ব্যাকাপ দলে মেহেদি মিরাজও থাকছে।