সর্বশেষ
নিজ দেশের সমর্থকদের দেখে রেগে গেলেন বাবর, দিলেন সরিয়ে
নিজ দেশের সমর্থকদের দেখে রেগে গেলেন বাবর, দিলেন সরিয়ে

নিজ দেশের সমর্থকদের দেখে রেগে গেলেন বাবর, দিলেন সরিয়ে

রেগে গেলেন বাবর আজম। তাও আবার নিজের দেশের সমর্থকদের দেখেই। টি-২০ বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলছে পাকিস্তান। নিজেদের প্রস্তুতি সেরে রাখছে তারা। সেই সিরিজ চলাকালীন রাস্তায় পাকিস্তানের সমর্থকদের দেখেই রেগে গেলেন পাক অধিনায়ক।

ইংল্যান্ডের বিরুদ্ধে মঙ্গলবার তৃতীয় টি-২০ ম্যাচ খেলবে পাকিস্তান। এর আগে সেখানকার রাস্তায় দেখা যায় বাবরক। তার সঙ্গে ছিলেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কিছু কর্তা। বাবরকে রাস্তায় দেখে এগিয়ে যান পাকিস্তানের বেশ কিছু সমর্থক। প্রায় ঘিরে ধরেন তারা। পাক অধিনায়কের ছবি তুলতে থাকেন। সেটা দেখেই রেগে যান বাবর।

পাক অধিনায়ক প্রথমে বলে ওঠেন, ২ মিনিট সময় দেবে আমাকে? ২ মিনিট সময় দেবে। তারপরে কিছুক্ষণ নিরাপত্তারক্ষীদের সঙ্গে কথা বলেন তিনি। যারা জড়ো হয়েছিলেন তাদের সরিয়ে দেওয়ার ইশারা করেন হাত দিয়ে। নিরাপত্তারক্ষীরা সবাইকে সেখান থেকে সরিয়ে দেন।

ঘটনা এখানেই শেষ হয়নি। বোর্ডের কর্তাদের সঙ্গে কথা বলে সেখান থেকে ফেরার সময় আবার কিছু সমর্থক বাবরের দিকে এগিয়ে আসেন। এবার আরো রেগে যান পাক অধিনায়ক। তিনি বলেন, এটা কী হচ্ছে? আমি কথা বলছি। তোমরা আমার উপর চেপে পড়ছ। ভিডিও করছ। এগুলো কী?

এই কথা বলে সেখান থেকে দ্রুত বেরিয়ে যান বাবর।

গত বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের পর বাবরকে তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। চার মাস পরে মহসিন নকভি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হয়ে আসার পরে আবার বাবরকে অধিনায়ক করেন। তার নেতৃত্বেই টি-২০ বিশ্বকাপ খেলতে নামবে পাকিস্তান। ৯ জুন ভারতের মুখোমুখি হবে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *