সর্বশেষ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ১০ ব্যাটারের তালিকা প্রকাশ, তালিকায় আছেন এক বাংলাদেশী

যতই ঘনিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর ততই বাড়ছে উত্তেজনা। বিশ্বকাপের উম্মাদনা ছড়িয়ে পড়ছে সবার মাঝে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর অনুষ্টিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে। মাঠের লড়াইয়ের আগে নানা পরিসংখ্যন সামনে আসছে। চার-ছক্কার খেলায় ব্যাটারদের আধিপত্য দেখা গেছে প্রায় সব আসরেই। আসর শুরুর আগে জেনে নেওয়া যাক টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকদের নাম।

সর্বপ্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয় ২০০৭ সালে। তখন থেকে এখন পর্যন্ত আটবার অনুষ্ঠিত হয়েছে ছোট সংক্ষিপ্ত ফরমেটের আসর। প্রত্যেক আসরেই খেলেছেন ভারতের রোহিত শার্মা ও বাংলাদেশের সাকিব আল হাসান। তারপরও সেরা রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আসতে পারেননি। অপরদিকে ২০১২ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া বিরাট কোহলি নিজেকে নিয়েছেন সবার উপরে।

২০১৪ সালে অবসর নেওয়া মাহেলা জয়াবর্ধনে আছেন দ্বিতীয় স্থানে। সেরা পাঁচে আছেন ক্রিস গেইল, তিলকরত্নে দিলশানের মতো কিংবদন্তি ব্যাটার। এবার কিংবদন্তিদের ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে রোহিত, ডেভিড ওয়ার্নার, জস বাটলারদের সামনে। অপরদিকে বাংলাদেশের হয়ে সবার উপরে আছেন সাকিব। ৩৬ ইনিংসে ৭৪২ রান করেছেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা দশ রান সংগ্রাহক

বিরাট কোহলি (ভারত) – ১১৪১ (২৫ ইনিংস)

মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা) – ১০১৬ (৩১ ইনিংস)

ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) – ৯৬৫ (৩১ ইনিংস)

রোহিত শর্মা (ভারত) – ৯৬৩ (৩৬ ইনিংস)

তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা) – ৮৯৭ (৩৪ ইনিংস)

ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া) – ৮০৬ (৩৪ ইনিংস)

জস বাটলার (ইংল্যান্ড) – ৭৯৯ (২৭ ইনিংস)

সাকিব আল হাসান (বাংলাদেশ) – ৭৪২ (৩৬ ইনিংস)

এবিডি ভিলিয়ার্স (দ. আফ্রিকা) – ৭১৭ (২৯ ইনিংস)

কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) – ৬৯৯ (২৪ ইনিংস)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *