অপেক্ষার পালা শেষে পর্দা উঠেছে টি-২০ বিশ্বকাপের। এই টুর্নামেন্টের একদিন আগেও নিজেদের সেরা ছন্দে ফিরতে পারেনি বাংলাদেশ দল। বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে হেরেছে টিম টাইগার্স।
বিশ্বকাপের মূল পর্বে নামার আগের বাংলাদেশের চিন্তা থেকেই যাচ্ছে। সেই পুরনো রোগেই যে বাংলাদেশ বারবার কাবু হচ্ছে। ব্যাটিং ইনিংস শুরু করতে নেমে টপ অর্ডার ধসে যাচ্ছে।
গতকাল ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে একই চিত্র ফুটে উঠেছে। ৪১ রানের মধ্যেই নেই ৫ উইকেট। যার ফল ১৮৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১২২ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।
ম্যাচ হারার পর শান্ত বলেন, ‘আগে কী হয়েছে তা নিয়ে আমরা ভাবছি না। আমরা জানি, আমরা কতটুকু সক্ষম। আমাদের সাহসিকতার সঙ্গে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তাসকিন–ফিজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা ফিরলে খেলাটা অন্যরকম হবে।’
মূল পর্বে বাংলাদেশে ভালো করবে বলে জানিয়ে তিনি বলেন, ‘বোলাররা তাদের কাজটা দুর্দান্ত করেছে। বিশেষ করে শরিফুল এবং রিশাদের বোলিং আমরা খুশি। ব্যাটিংয়ে আমরা ভালো করতে পারেনি। তবে আশা করি মূল টুর্নামেন্টে ভালো কিছু করব।’
ভারতের বিপক্ষে গতকাল একদম শেষ মুহূর্তে চোট পান শরিফুল ইসলাম। তার চোট নিয়ে শান্ত বলেছেন, ‘সে পর্যবেক্ষণে আছে। সম্ভবত সে ভালো আছে। বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে সবাই উন্মুখ আছে, তবে আমাদের শান্ত থাকতে হবে।’