সর্বশেষ
শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার মুখ খুললেন মাহমুদউল্লাহ রিয়াদ
শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার মুখ খুললেন মাহমুদউল্লাহ রিয়াদ

শান্তর অধিনায়কত্ব নিয়ে এবার মুখ খুললেন মাহমুদউল্লাহ রিয়াদ

গত ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর তিন ফরম্যাটে বাংলাদেশের অধিনায়কত্ব দেওয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে। তার আগে তিন ফরম্যাটের দায়িত্ব ছেড়েছেন সাকিব আল হাসান। শান্তর নবনিযুক্ত অধিনায়কত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে টাইগাররা এখন আমেরিকার মাটিতে। কিন্তু ব্যক্তিগত ও দলের সাফল্য না পাওয়ায় শান্তকে নিয়ে বিতর্ক ও সমালোচনার শেষ নেই। তবে তাকে সময় দিলে ভালো করবেন বলে প্রত্যাশা মাহমুদউল্লাহ রিয়াদের।

বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সাক্ষাৎকারের সিরিজ প্রচার করছে বিসিবি। আজকের (বুধবার) পর্বটি ছিল মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে। এ সময় মাহমুদউল্লাহ ক্যাপ্টেন শান্তকে নিয়ে বলেন, ‘সে খুব ভালো নেতা। খুব ভালো অধিনায়ক। গেম-সেন্স খুব ভালো। ম্যাচের প্রতি মনোযোগও খুব ভালো। কিন্তু আমাদের তাকে সময় দিতে হবে। কিছুদিন হলো অধিনায়কের দায়িত্ব পেয়েছে, সময় দিতে হবে তাকে। আশা করি ওর যে নেতৃত্বগুণ আছে, ইনশা-আল্লাহ বাংলাদেশের জন্য ভালো করবে।

নিজের ক্যারিয়ারের উত্থান-পতন নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘উত্থান-পতন তো আমার ক্যারিয়ারে কমবেশি ছিলই। আমি সব সময়ই আল্লাহর ওপর বিশ্বাস করি। আল্লাহর কাছেই সব সময় যা কিছু বলার আমি বলি। আমি সব সময়ই বিশ্বাস করি, আল্লাহ হচ্ছেন সেরা পরিকল্পনাকারী। আমার ভালো সময়, খারাপ সময় সবকিছুরই একটি শিক্ষণীয় বিষয় থাকে—এটাই আমি বিশ্বাস করি।’

যেকোনো টুর্নামেন্ট, সিরিজ জাতীয় দলের প্রতিনিধিত্ব করাটাকে বিশেষ হিসেবে দেখেন মাহমুদউল্লাহ, ‘জাতীয় দলের প্রতিনিধিত্ব করা, সেটা সিরিজ হোক কিংবা কোনো মেগা ইভেন্ট হোক, সব সময়ই স্পেশাল। যখনই নতুন জার্সিটা পাই, সব সময়ই খুব ভালো লাগে।

বাংলাদেশ ক্রিকেটের সমর্থকদের নিয়ে অভিজ্ঞ এই অলরাউন্ডার বলেন, ‘আমাদের মানুষ অনেক আবেগপ্রবণ। অনেক অনুভূতি নিয়ে উনারা খেলা দেখেন। উনারা চায় আমরা ভালো করি। তো সবদিক থেকে বিবেচনা করে যে, এতদূর আল্লাহ আমাকে নিয়ে এসেছেন, এটাই অনেক, আলহামদুলিল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *