সর্বশেষ
মুস্তাফিজের দলের নাম যে কারণে বদলে গেল
মুস্তাফিজের দলের নাম যে কারণে বদলে গেল

হঠাৎ মুস্তাফিজের দলের নাম যে কারণে বদলে গেল

বিশ্বকাপের পরপই মাঠে গড়াবে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)।এই আসন্ন আসরের জন্য মুস্তাফিজুর রহমানকে নিয়ে শক্তিশালী দল গঠন করেছিলো ডাম্বুলা থান্ডার্স। তবে গত ২১ মে দলটির সহ-মালিক তামিম রহমান গ্রেফতার হওয়ার পর ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করে শ্রীলংকান ক্রিকেট বোর্ড (এসএলসি)।

এ কারণে এলপিএলে মুস্তাফিজদের মাঠে নামা নিয়ে তৈরি হয়েছিলো শঙ্কা। সকল শঙ্কা দূর করে নতুন মালিক পেয়েছে ডাম্বুলা। মুস্তাফিজদের দলকে কিনে নিয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ভিত্তিক একটি ইঞ্জিনিয়ারিং কনসালটিং ফার্ম। যার নাম সেকোইয়া কনসালটেন্টস।

মালিকানা পরিবর্তনের সঙ্গে বদলে গেছে দলের নামও। ডাম্বুলা থান্ডার্স থেকে পরিবর্তন হয়ে ফ্র্যাঞ্চাইজিটির নতুন নাম হয়েছে ডাম্বুলা সিক্সার্স। ডাম্বুলা নতুন মালিক পাওয়ায় খুশি এলপিএল আয়োজকরাও।

টুর্নামেন্টের পরিচালক সামান্থা দোদানভেলা বলেন, ‘নতুন মালিক ডাম্বুলার দায়িত্ব নেয়ায় আমরা খুশি। প্রথম শ্রেণির ক্রিকেট খেলা ডি সিলভার ব্যাকগ্রাউন্ড নিঃসন্দেহে এই ফ্র্যাঞ্চাইজির মালিকানায় নতুন ভ্যালু যুক্ত করবে। তিনি আমাদের দেশের ক্রিকেটিং পালস বুঝতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *