সর্বশেষ
মুস্তাফিজ জাদুকর-রিশাদ সেরা, ফিজ স্পিনার নাকি পেসার সেটাই বুঝিনি ; ম্যাচ হেরে একি বললেন হাসারাঙ্গা
মুস্তাফিজ জাদুকর-রিশাদ সেরা, ফিজ স্পিনার নাকি পেসার সেটাই বুঝিনি ; ম্যাচ হেরে একি বললেন হাসারাঙ্গা

মুস্তাফিজ জাদুকর-রিশাদ সেরা, ফিজ স্পিনার নাকি পেসার সেটাই বুঝিনি ; ম্যাচ হেরে একি বললেন হাসারাঙ্গা

রিশাদ হোসেন শ্রীলঙ্কার জন্য সব সময় আতঙ্কে নাম। মুস্তাফিজ কে নিয়ে নতুন করে কিছু বলার নেই। এই পিচে সবচেয়ে কঠিন ছিল ও স্পিনার নাকি পেসার আমার প্রশ্ন করতে ইচ্ছে হয় আমাদের দলের টপ অর্ডার ব্যাটসম্যান কে মুস্তাফিজ আউট করেছে। প্রথমদিকে মুস্তাফিজের দুই উইকেট আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। এবার ম্যাচ হেরে মুস্তাফিজ এবং রিশাদ কে নিয়ে এ কী বললেন লঙ্কান ক্যাপ্টেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

বিশ্বকাপে নিজেদের প্রথম জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ দল। হাইভোল্টেজ ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ১২৫ রানের টার্গেট দেয় শ্রীলঙ্কা। আজ শুরুতে দারুণ ব্যাট করছিলেন শ্রীলঙ্কা। তবে ম্যাচের ষষ্ঠ ওভারে বল করতে এসে মুস্তাফিজ সব কিছু বদলে দেয় ম্যাচের পরিস্থিতি। টানা দুই ওভারে দুটি গুরুত্বপূর্ণ উইকেট নেন তিনি। এ ছাড়া নিজের শেষ ওভারে আরও একটি উইকেট নিয়ে লঙ্কান ব্যাটিং লাইন আপকে একেবারে ধসিয়ে দেন মুস্তাফিজ।

মুস্তাফিজ এর পাশাপাশি আজ চমত্কার বল করেছেন রিশাদ হোসেন। মুস্তাফিজের ধাক্কা সামলাতে যখন ব্যস্ত লঙ্কানরা তখন টানা দুই বলে দুটি উইকেট নিয়ে লঙ্কানদের আটকে দেয় মাত্র১২৪ রানের মধ্যে আছে। মুস্তাফিজ ৪ ওভারে ১৭ রানে ৩ উইকেট নেন । ১২৫ রানের টার্গেটে লিটন হৃদয়ের ব্যাটিংয়ে সহজেই জিতে যায় বাংলাদেশ। ম্যাচ শেষে বাংলাদেশের দুই বোলারকে নিয়ে মুখ খুললেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

তিনি বলেন, মুস্তাফিজ রিশাদ দুজনেই আমাদের হারিয়ে দিয়েছে। আমাদের পেলেন রিশাদ তেলে বেগুনে জ্বলে ওঠে। আর মুস্তাফিজের বল তো বোঝাই কঠিন সে পেসার নাকি স্পিন সেটাই বুঝি না। দৌড়ে এসে স্পিন বল করে ওর বুঝতে না পেরে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা আউট হয়েছে। মূলত সিরিজের প্রথম দুটি উইকেটের জন্যই আমরা হেরেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *