আজ বিশ্বকাপের প্রথম ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফলে টস হেরে ব্যাটিং শুরু করেছে শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত নির্ধারীত ২০ ওভারে ৯ উইকেটে ১২৪ রান স্কোর বোর্ডে জমা করে শ্রীলঙ্কা। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১২৫ রান। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৯ ওভারে ১২৫ রান তুলো বাংলাদেশের জয় নিশ্চিত করে মাহমুদউল্লাহ। ফলে ২ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশ।
ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট হারায় বাংলাদেশ। ধনাঞ্জয়া ডি সিলভার বলে ডাক মারেন সৌম্য সরকার। ৬ বলে ৩ রান করা তামিমকে ফেরান নুয়ান থুসারা। নিজের তৃতীয় ওভারে ১৩ বলে ৭ রান করা নাজমুল হোসেন শান্তকে ফেরান নুয়ান থুসারা। তবে বাংলাদেশের জয়ের ভীত গড়ে দেন তাওহীদ হৃদয়। ২০ বলে ৪০ রান করে হাসারাঙ্গার বলে কাটা পড়েন তিনি। ঐ ওভারে পর পর তিন বলে ৩ ছক্কা মারেন তাওহীদ হৃদয়। তবে ৪র্থ বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি।
বাংলাদেশের জয়ের গুরুত্বপূর্ণ অবদান রাখেন লিটন দাস। একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন লিটন দাস। ৩৮ বলে ৩৬ রান করা লিটন দাসকে ফেরান হাসারাঙ্গা। ৩ বলে ১ রান করে আউট হন রিশাদ হোসেন। ১৪ বলে ৮ রান করেন সাকিব। ডাক মারেন তাসকিন। ১৩ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ। ৪ বলে ১ রান করেন তানজিম সাকিব।
তৃতীয় ওভারেই উইকেটের দেখা পায় বাংলাদেশ। ৮ বলে ১০ করে আউট হতে হয়েছে মেন্ডিসকে। পাওয়ার প্লের শেষ ওভারটি করতে এসেছিলেন মুস্তাফিজুর রহমান। নিজের প্রথম বলেই উইকেট পান এই পেসার। মুস্তাফিজের বলে মিড অফ দিয়ে উড়িয়ে মারতে গিয়ে তানজিম সাকিবের হাতে ধরা পড়েন ৫ বলে ৪ রান করা কামিন্দু মেন্ডিস।
বাঁহাতি এই পেসারের ফুলার লেংথের স্লোয়ার ডেলিভারিতে উড়িয়ে মারতে গিয়ে কভারে থাকা নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়েছেন। দারুণ ব্যাটিং করতে থাকা নিশানকাকে ফিরতে হয় ২৮ বলে ৪৭ রানের দারুণ এক ইনিংস খেলে। নিজের তৃতীয় ওভারে প্রথম বলেই দুই উইকেট তুলে নেন রিশাদ হোসেন। ২১ বলে ১৯ রা করা চারিথ আসালাঙ্কাকে ফেরান রিশাদ। এরপরের বলেই শূন্য রানে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ফেরান তিনি। ৪ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন রিশাদ।
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের কথা বলেছেন বাংলাদেশের অধিনায়ক শান্ত। তিনি বলেন, “প্রত্যেকের শরীরী ভাষা দুর্দান্ত ছিল, আমরা আমাদের ১২০% দিয়েছি। গত ১০-১৫ দিন আমরা পরিকল্পনা করছি এবং সমস্ত ক্রিকেটাররা তাদের কাজ করছে। আমার মনে হয় তারা সত্যিই ভাল বোলিং করেছে। লিটনের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু সে আজ তার দক্ষতা দেখিয়েছে, আমার মনে হয় সে যেভাবে খেলেছিল তা সত্যিই সাহসী ছিল।