সর্বশেষ
আম্পায়ার বাংলাদেশের সাথে দূর্নীতি করে ম্যাচ হারিয়েছে, আম্পায়ারের দুর্নীতি নিয়ে এবার চরম ক্ষেপেছে সাইমন ডুল
আম্পায়ার বাংলাদেশের সাথে দূর্নীতি করে ম্যাচ হারিয়েছে, আম্পায়ারের দুর্নীতি নিয়ে এবার চরম ক্ষেপেছে সাইমন ডুল

আম্পায়ার বাংলাদেশের সাথে দূর্নীতি করে ম্যাচ হারিয়েছে, আম্পায়ারের দুর্নীতি নিয়ে এবার চরম ক্ষেপেছে সাইমন ডুল

আইসিসির বাজে নিয়মের মারপ্যাঁচে গতকাল বাংলাদেশ ম্যাচ হেরেছে। এছাড়া আম্পায়ারদের বাজে সিদ্ধান্তেও হারের আর একটি বড় কারণ আইসিসির নিয়ম বদলানো উচিত। তা না হলে খেলার প্রতি মন উঠে যাবে ভক্তদের। বাংলাদেশের হারের পর আই সি সি এবং অ্যাম্পায়ারদের একেবারে ধুয়ে দিলেন ধারাভাষ্যকার সাইমন ডুল। দারুণ একটি সুযোগ পেয়েও দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারল না বাংলাদেশ।

মাত্র ১১৪ রানের টার্গেটে চার রানে হেরে গেল টাইগাররা। ম্যাচে আম্পায়ারদের কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত সমালোচনার জন্ম দেয়। এ বার সে সব বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে আইসিসি এবং আম্পায়ারদের ধুয়ে দিল জনপ্রিয় ধারাভাষ্যকার সাইমন ডুল ক্রিকবাজ কে দেওয়া এক ইন্টারভিউতে তিনি বলেন, আইসিসির এই নিয়মটি বদলানো উচিত। এটা মানতে সত্যিই কষ্ট হয়। মাহমুদউল্লাহর পায়ে লেগে বল চার হয়ে গেল এবং তারা দৌড়েও রান নিল। কিন্তু আম্পায়ার আউট দেওয়ায় ডেড বল হয়ে গেল একটি রানও পেল না।

আর আম্পায়ারকে চোখ কপালে রাখে নাকি এটা কি দেখে তাঁরাও আউট দিয়েছিল সেই বল ডেড বল না হয়ে যায়। ফলে বাংলাদেশ ম্যাচ ড্র করত ব্যাপারটা এমন না। কারণ শেষ ওভারে ওদের চাপ কম থাকত। এমনি তারা ম্যাচ জিতত। এছাড়া তৌহিদ হৃদয়কে যে বলটিতে আউট দিয়েছে স্ট্যাম্পের সামান্য টাচ করেছে।

আম্পায়ার কলের জন্য সে আউট হয়েছে ম্যাচে কয়েকটি ওয়াইড দেওয়া হয়নি। মোট কথা সবগুলো সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে গিয়েছে। আমি মানছি এর আগের ম্যাচগুলোতে ভালো আম্পায়ারিং করেছে। তবে গতকাল মোটেও ভালো করেনি আইসিসির ডেড বলের নিয়মটির বদলানোর সাথে সাথে এই দুই আম্পায়ারকে নিয়ে তাঁদের দেওয়া আউটগুলোর ব্যাখ্যা জানা উচিত। ওঁদের কারণে বিশ্বকাপের মতো বড় মঞ্চে একটি ম্যাচ হেরে গেল বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *