সর্বশেষ
রিশাদের ৩ বলে ৩ ছক্কার ঝড়ো ব্যাটিং নিয়ে ম্যাচ শেষে যা বললেন রোহিত শর্মা
রিশাদের ৩ বলে ৩ ছক্কার ঝড়ো ব্যাটিং নিয়ে ম্যাচ শেষে যা বললেন রোহিত শর্মা

রিশাদের ৩ বলে ৩ ছক্কার ঝড়ো ব্যাটিং নিয়ে ম্যাচ শেষে যা বললেন রোহিত শর্মা

রিশাদ হোসেন ব্যাট হাতে আগে আসতে পারলে কিছুটা হলেও আশার আলো দেখতে পারত বাংলাদেশ। মনের ভেতর আরও অনেক পরিস্থিতিই তৈরি করে আক্ষেপে পুড়তে পারেন দেশের ক্রিকেট ভক্তরা।

তবে সবচেয়ে বড় সত্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে আরেকবার ভারতের কাছে হার নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। তাতে সুপার এইট থেকে বাংলাদেশের বিদায়ের মঞ্চটাও অনেকটা প্রস্তুত হয়ে গিয়েছে। অ্যান্টিগায় সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ হেরেছে ৫০ রানের বড় ব্যবধানে। ভারতের করা ১৯৬ রানের বিপরীতে বাংলাদেশের ব্যাটাররা মিলে তুলতে পেরেছেন ১৪৬ রান।

ম্যাচ শেষে বাংলাদেশের একমাত্র লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়েও কথা বলেছেন রোহিত শর্মা। তিনি বলেন, “আমাদের বোলাররা তাদের ব্যাটারদের প্রথম থেকেই চাপে রাখতে পেরেছে। আমি বিশ্বাস করি টি২০ ম্যাচ ব্যক্তিগত ৫০ রান বা ১০০ রানের উপর ডিপেন্ড করে না। আপনি কতটা আগ্রাসি ব্যাটিং করবেন তার নির্ভর করে। আমরা ব্যাটিংয়ে সেইটা করেছি এবং তাদেরকে আমাদের বোলাররা আগ্রাসি হতে দেয় নি। তবে শেষের দিকে সে (রিশাদ হোসেন) কিছুটা আগ্রাসী ব্যাটিং করেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *