বাংলাদেশের হাতে অস্ট্রেলিয়ার জিয়নকাঠি। আফগানিস্তানকে টপকে সেমিফাইনালে যেতে চাইলে অস্ট্রেলিয়ার এখন বাংলাদেশের জন্য প্রার্থনা করা ছাড়া উপায় নেই। কারণ বাংলাদেশ জয় পেলে তবেই আফগানিস্তানকে টপকে সেমিফাইনালে যাবে অস্ট্রেলিয়া।
মঙ্গলবার (২৫ জুন) আর্নস ভ্যালে স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। সেমিফাইনালে যেতে হলে বাংলাদেশকে ১২.১ ওভারের মধ্যেই আফগানিস্তানের দেয়া ১১৬ রানের লক্ষ্য টপকাতে হবে। একের পর এক উইকেট হারিয়ে সেই লক্ষ্য পূরণ করতে পারেনি বাংলাদেশ। তবে এখনও অস্ট্রেলিয়ার সেমিফাইনালের আশা টিকে আছে ভালোমতো। বাংলাদেশ কোনোমতে আফগানিস্তানকে হারাতে পারলেই সেমিফাইনালে জায়গা পাবে অস্ট্রেলিয়া।
সেমিফাইনালে জায়গা পেতে অস্ট্রেলিয়া দল এখন বাংলাদেশের পাঁড় সমর্থক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজেও বাংলাদেশের জয় কামনা করে পোস্ট দিয়েছে তারা।