সর্বশেষ
২ রানে ম্যাচ হেরে সরাসরি যাকে দায়ি করলেন ক্যান্ডি ফ্যালকন্সের অধিনায়ক ওয়ানিন্দু হাসরাঙ্গা
২ রানে ম্যাচ হেরে সরাসরি যাকে দায়ি করলেন ক্যান্ডি ফ্যালকন্সের অধিনায়ক ওয়ানিন্দু হাসরাঙ্গা

২ রানে ম্যাচ হেরে সরাসরি যাকে দায়ি করলেন ক্যান্ডি ফ্যালকন্সের অধিনায়ক ওয়ানিন্দু হাসরাঙ্গা

আজ লঙ্কা প্রিমিয়ার লিগে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি ক্যান্ডি ফলকনস ও কলম্বো স্ট্রাইকার্স। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ক্যান্ডি ফলকনসের অধিনায়ক হাসারাঙ্গা। টস হেরে আগে ব্যাটিং করতে নামে কলম্বো স্ট্রাইকার্স। আগে ব্যাট করে নির্ধারীত ২০ ওভারে ৯ উইকেটে ১৯৯ রান করে কলম্বো স্ট্রাইকার্স।

২০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা দারুন করে ক্যান্ডি ফলকনস। ওপেনিং জুটি থেকে আসে ১৯ বলে ২৫ রান। ৯ বলে ১২ রান করে তাসকিনের বলে চান্দিমাল ফিরলে ভাঙে জুটি। এরপর মোহাম্মদ হারিসকে নিয়ে জুটি গড়েন আন্দ্রে ফ্লেচার। ৫৪ বলে ৯৫ রানের জুটি গড়েন তারা দুজন।

৩৬ বলে ৪৭ রান করে আন্দ্রে ফ্লেচার ফিরলে ভাঙে জুটি। এরপর ৩২ বলে ৫৬ রান করে ফিরেন মোহাম্মদ হারিস। অ্যাঞ্জেলো ম্যাথিউসকে নিয়ে ১৭ বলে ৪১ রানের জুটি গড়েন কামিন্দু মেন্ডিস। ১৬ বলে ৩৬ রান করা কামিন্দু মেন্ডিসকে ফিরিয়ে এই ভয়ংকর জুটি ভাঙেন পাথিরানা। নিজের তৃতীয় ওভারে ৬ রান দিয়ে ৩ উইকেট নেন পাথিরানা। এতেই ঘুরে যায় ম্যাচের মোড়।

ওয়ানিন্দু হাসরাঙ্গা ও দাসুন শানাকাকে ডাক মারান পাথিরানা। ৪ ওভারে ৩০ রান দিয়ে ১ উইকেট নেন তাসকিন। শেষ ওভারে ২০ রান প্রায় ‍তুলে ফেলেছিল অ্যাঞ্জেলো ম্যাথিউস। প্রথম বলে আউট তার পরের বলে ১ রান। তৃতীয় বলে ছক্কা ৪র্থ বলে চার আবার ৫ম বলে ছক্কা। শেষ বলে দরকার ছিল ৩ রান। শেষ বলে আউট হয়ে যান অ্যাঞ্জেলো ম্যাথিউস। ১৪ বলে ৩৩ রান করেন তিনি। নির্ধারীত ২০ ওভারে ৮ উইকেটে ১৯৭ করে ক্যান্ডি ফ্যালকন্স। ফলে ২ রান জয় পায় কলম্বো স্ট্রাইকার্স।

শুরুটা দুর্দান্ত করে কলম্বো স্ট্রাইকার্সের দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও অ্যাঞ্জেলো পেরেরা। ওপেনিং জুটি থেকে আসে ২১ বলে ৫৩ রান। ১০ বলে ২০ রান করা গুরবাজকে ফেরান পেসার শরিফুল ইসলাম। ভাঙে ৫৩ রানের জুটি। এরপর গ্লেন ফিলিপসকে নিয়ে জুটি গড়েন অ্যাঞ্জেলো পেরেরা। দ্বিতীয় উইকেট জুটি ২৯ বলে ৩২ রান আসে। ২৩ বলে ৩৮ রান করে অ্যাঞ্জেলো পেরেরা ফিরলে ভাঙে এই জুটি।

তবে ঠিকি ফিফটি তুলে নেন গ্লেন ফিলিপস। ৪৩ বলে ৭০ রান করেন তিনি। ৭ বলে ৫ রান করেন সাদিরা সামারাবিক্রমা। ৯ বলে ৬ রান করেন দুনিথ ওয়েললাগে। ২ বলে ৬ রান করেন থিসারা পেরেরা। ১২ বলে ২৩ রান করেন শাদাব খান। ৫ বলে ১৩ রান করা চামিকা করুনারত্নেকে ফেরান শরিফুল ইসলাম। ৪ ওভার বল করে ৪৩ রান দিয়ে ২ উইকেট নেন তিনি।

৩ বলে ১ ছক্কায় ৭ রান করেন তাসকিন। ৪ বলে ২ রান করে অপরাজিত থাকেন মাথিসা পাথিরানা। ২ বলে ১ রান করে অপরাজিত থাকেন গারুকা সংকেত।

ম্যাচ শেষ ওয়ানিন্দু হাসরাঙ্গা বলেন, অবশ্যই কৃতৃত্ব দিতে হবে আমাদের টপ অর্ডার ব্যাটারদের। তারা খুব ভালো ব্যাটিং করেছে। এটা খুব ভালো একটা ম্যাচ ছিল। পিচটা খুব ভালো ছিল। এই রানটা এই উইকেটে চেজ করা সম্ভব ছিল। আমরা বোলিং ইউনিট ভালো করতে পারেনি। আমাদের আরও উন্নত্তি করতে হবে বোলিং বিভাগে।

কলম্বো স্ট্রাইকার্স একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, গ্লেন ফিলিপস, সাদিরা সামারাউইক্রমা, শাদাব খান, থিসারা পেরেরা (অধিনায়ক), চামিকা করুনারত্নে, অ্যাঞ্জেলো পেরেরা, দুনিথ ওয়েললাগে, মাথিশা পাথিরানা, গারুকা সংকেত, তাসকিন আহমেদ।

ক্যান্ডি ফ্যালকন্স একাদশ: দিনেশ চান্দিমাল, আন্দ্রে ফ্লেচার, মোহাম্মদ হারিস, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসরাঙ্গা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, চতুরাঙ্গা ডি সিলভা, পবন রথনায়েকে, দুশমন্থা চামেরা, শরিফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *