সর্বশেষ
২৪ বলে ১৪ ডট দেওায় তাসকিনকে নতুন নাম দিলো থিসারা পেরেরারা
২৪ বলে ১৪ ডট দেওায় তাসকিনকে নতুন নাম দিলো থিসারা পেরেরারা

২৪ বলে ১৪ ডট দেওায় তাসকিনকে নতুন নাম দিলো থিসারা পেরেরারা

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) শরিফুল ইসলামের ক্যান্ডি ফ্যালকনসকে দুই রান হারিয়েছে তাসকিন আহমেদের কলম্বো স্ট্রাইকার্স। ম্যাচে খরুচে বোলিং করেও দুই উইকেট নেন শরিফুল। ইকোনমিক্যাল বোলিং করে একটি উইকেট নেন তাসকিন।

ডাম্বুলায় টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৯৯ রান তোলে কলম্বো। ২০০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ক্যান্ডি ফ্যালকন্স শেষ বলে গিয়ে হার মানে।

এদিন লঙ্কান প্রিমিয়ার লিগে তাসকিন তার অভিষেক ম্যাচে ২৪ বলে ১৩টি ডট বল দেন এবং ৩০ রানে বিনিয়ময়ে নেন ১ উইকেট। তাসকিন পাওয়ার ব্লাস্টে বোলিং করতে এসে দেন মাত্র ৫ রান। সেই ওভারেই কলম্বো স্ট্রাইকার ম্যাচ তাদের দখলে নিয়ে নেন।

তাসকিন তার ২য় ওভারে দেন ৫টি ডট এবং ৩য় ওভারে দেন ৪টি ডট। পেরেরা ম্যাচ শেষে তাসকিনকের প্রসংশা করে বলেন, “শেষ ওভার করার আগে সবার কাছ থেকে পরামর্শ নিয়ে এসেছি। শেষ কিছুদিন ধরে আমি ইয়োরকার বলের অনুশীলন করছি। প্রথম ২টা ভাল হয়নি কিন্তু শেষ ইয়োরকারটা ভাল হয়েছে। পাথিরানা তাসকিন আমাদেরকে ম্যাচে ফিরিয়ে এনেছে। তাসকিন অভিষেক ম্যাচেই চমৎকার করেছে। সে অনেক গুলা ডট ম্যানেজ করতে পেরেছে যা আমাদের উইকেট পেতে সাহায্য করেছে।” ম্যাচ জয়ের পর কলম্বো স্ট্রাইকার তাসকিনের ম্যাচ পরিসংখ্যান দিয়ে লিখেছে “তাসকিন ইজ ডট কিং” (ডট বলের রাজা)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *