সর্বশেষ
বুমরাহ নরকিয়ার মত বাঘা বাঘা বোলারদের টপকে ১ম স্থানে উঠে আসলো মুস্তাফিজ
বুমরাহ নরকিয়ার মত বাঘা বাঘা বোলারদের টপকে ১ম স্থানে উঠে আসলো মুস্তাফিজ

বুমরাহ নরকিয়ার মত বাঘা বাঘা বোলারদের টপকে ১ম স্থানে উঠে আসলো মুস্তাফিজ

টি-টোয়েন্টি ক্রিকেটে ডট বল খেলা অন্যায়, শ্রেয়াস আইয়ার এ কথা বলে হইচই ফেলে দিয়েছিলেন। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে প্রতি বলেই রান নেওয়ার চেষ্টা করেন ব্যাটাররা। সে জায়গায় ডট বল তো রীতিমত আকাশের চাঁদ বোলারদের কাছে। সেদিক থেকে মুস্তাফিজুর রহমান নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

চলতি বছর টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ডট বল এর মালিক এখন মুস্তাফিজুর রহমান। তার পিছনে আছেন যৌথ ভাবে আফগান ক্রিকেটার নবীন-উল-হক ও পাক ক্রিকেটার শাহীন শাহ আফ্রিদি।

চলতি বছর টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ডট বল করা বোলার-

১. মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ)- ৩৫৩

২.নবীন-উল-হক (আফগানিস্তান)- ৩৪৪

৩. শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান)- ৩৪৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *