চ্যাম্পিয়ন্স ট্রফির পরবর্তী আসর বসবে পাকিস্তানের মাটিতে এমন টাই কথা। কিন্তু ধোঁয়াশা ছিল পাকিস্তানের মাটিতে ভারত খেলতে যাবে কিনা এই নিয়ে। অবশেষে পাকিস্তানের মাটিতে খেলতে যাওয়ার ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছে খোদ বিসিসিআই।
বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
নিজেদের ম্যাচের জন্য আইসিসির কাছে শ্রীলঙ্কা কিংবা বাংলাদেশ এর ভেন্যু হিসেবে চাইবে তারা। বার্তা সংস্থা এএনআইকে বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির খেলতে ভারত পাকিস্তানে যাবে না। ভারতের ম্যাচগুলো দুবাই বা শ্রীলংকায় রাখতে বলা হবে আইসিসিকে।’
পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে এমন ঘোষণার পর থেকেই প্রশ্ন জন্ম নিয়েছিল ভারত সেখানে খেলতে যেতে রাজি হবে কিনা। ভারতকে বিবেচনায় নিয়েই ভারতের নিরাপত্তার কথা চিন্তা করে লাহোরে রোহিত শর্মাদের সবগুলো ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রেখেছিল পিসিবি।
২০২৩ এশিয়া কাপের আয়োজকও ছিল পাকিস্তান। কিন্তু ভারত যেতে রাজি না হওয়ায় হাইব্রিড পদ্ধতিতে আয়োজন করতে হয়েছিল এশিয়া কাপ। ২০০৮ সালে মুম্বাই হামলার পর থেকে পাকিস্তান সফরে দল পাঠাতে অস্বীকৃতি জানায় ভারত।
৮ বছর আগে সবশেষ মাঠে গড়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০১৭ সালে ওভালে ফাইনাল ম্যাচে ভারতকে ১৮০ রানে হারিয়েছিল পাকিস্তান।