বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাকিস্তান সফরে যাওয়ার আগে, বাংলাদেশ ‘এ’ দলও পাকিস্তান সফরে যাচ্ছে। সফরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তিনটি পৃথক দল ঘোষণা করেছে। লাল বলের ক্রিকেটে নেতৃত্ব দেবেন এনামুল হক বিজয় এবং সাদা বলের তিন ম্যাচে অধিনায়ক হবেন তাওহিদ হৃদয়।
পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ হতে পারে:
ওপেনিংয়ে থাকতে পারেন এনামুল হক বিজয় ও সৌম্য সরকার। ওয়ান ডাউনে খেলবেন মাহিদুল ইসলাম অঙ্কন। চারে ব্যাটিং করবেন অধিনায়ক তাওহিদ হৃদয়। পাঁচে থাকবেন মোসাদ্দেক হোসেন সৈকত, এবং ছয়ে খেলবেন জাকির আলি অনিক। সাত নম্বরে থাকতে পারেন রিশাদ হোসেন।
পেস বিভাগের দায়িত্বে থাকবেন মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম সাকিব এবং রেজাউর রহমান রাজা। স্পিন বিভাগে দেখা যাবে রিশাদ হোসেন এবং তানভীর ইসলামকে।
প্রথম চার দিনের ম্যাচের স্কোয়াড:
মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহিদুল ইসলাম অঙ্কন, নাঈম হাসান, হাসান মুরাদ, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তানজিম সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।
দ্বিতীয় চার দিনের ম্যাচের স্কোয়াড:
এনামুল হক বিজয়, নাইম শেখ, সাইফ হাসান, সৌম্য সরকার, শাহাদাত হোসেন দিপু, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকির আলী অনিক, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, হাসান মুরাদ, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।
ওয়ানডে স্কোয়াড:
সৌম্য সরকার, এনামুল হক বিজয়, নাইম শেখ, সাইফ হাসান, জাকির আলী অনিক, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, শেখ মেহেদী, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম সাকিব, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।
পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ:
সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অঙ্কন, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকির আলি অনিক, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম সাকিব, রেজাউর রহমান রাজা।